kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

ফুটবল খেলতে গিয়ে কাফুর ছেলের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৩৯ | পড়া যাবে ১ মিনিটেফুটবল খেলতে গিয়ে কাফুর ছেলের মৃত্যু

ফুটবল খেলতে গিয়েই মারা গেলেন ব্রাজিলের সাবেক ফুটবলার কাফুর ছেলে দানিলো ফেলিসিয়ানো। মাত্র ৩০ বছর বয়সে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। 

স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে, খেলার আগে নিজের শারীরিক অবস্থা ভালো নয় বলেই জানিয়েছিলেন দানিলো। খেলার সময় বুকে ব্যথার কথা জানান দানিলো। পরে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। 

বিশ্বকাপজয়ী ফুটবলার কাফু দীর্ঘ সময় ধরে খেলেছেন এসি মিলান ও এএস রোমায়। কাফুর শোকার্ত পরিবারকে সমবেদনা জানিয়েছে দুই ক্লাব। সূত্র : মেইল

মন্তব্যসাতদিনের সেরা