kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

আমরা ভীত নই, বাংলাদেশকে শ্রদ্ধা করি : আফগান কোচ

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৩৮ | পড়া যাবে ২ মিনিটেআমরা ভীত নই, বাংলাদেশকে শ্রদ্ধা করি : আফগান কোচ

আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এ ম্যাচটি নিয়ে মোটেও চিন্তিত নন আফগানিস্তানের প্রধান নির্বাচক ও ভারপ্রাপ্ত কোচ অ্যান্ডি মোলস। বরং তিনি গণমাধ্যমকে বলেন, আমাদের আরো ধারাবাহিকভাবে খেলতে হবে। আমাদের আরো ভালো ব্যাটিং ও বোলিং করতে হবে। ফিল্ডিংয়ের সময়ও আমাদের সর্বোচ্চ মনোযোগ ধরে রাখতে হবে। আমাদের দক্ষতা অর্জন খুবই জরুরি।’ 

মোলস বলেন, “বাংলাদেশের দলের প্রতি আমাদের সমীহ প্রবল। তারা আমাদের ওপরের পর্যায়ে আছে। তবে আমরা ভীত নই। তাদেরকে শ্রদ্ধা করি আমরা। ঘরের মাঠে দীর্ঘদিন ধরে দারুণ ক্রিকেট খেলছে তারা।”

তিনি আরো বলেন, “আমরা অবশ্যই আন্ডারডগ। বিশ্বের শীর্ষ দলগুলির জন্যও বাংলাদেশে এসে খেলা কঠিন এখন। তাই আমাদের কোনো সংশয়ই নেই যে আমাদের স্কিলের কঠিন পরীক্ষা হবে এখানে। তবে আমরা যদি নিবেদন ও মনোযোগ দেখাতে পারি, আমরা বিশেষ কিছু করতে সক্ষম।”

এ ছাড়াও দুই দলের স্পিন আক্রমণ নিয়ে কোনো তুলনায় যেতে রাজি নন মোলস। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি তাদের (বাংলাদেশের) স্পিন অ্যাটাক নিয়ে মোটেও অবাক হইনি। তারা গত কয়েক ম্যাচে যে দল গঠন করেছিল তা আমি দেখেছি। এটাকে বলে “হোম অ্যাডভান্টেজ”। তারা যদি শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে না আসে সেটাই হবে অবাক করা বিষয়। আমাদের স্পিন আক্রমণও বেশ গোছানো।’ 

মন্তব্যসাতদিনের সেরা