kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

খেলোয়াড়দের ওপর কোচ জেমি ডে'র কড়া নিষেধাজ্ঞা

কালের কণ্ঠ অনলাইন   

৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৫৮ | পড়া যাবে ১ মিনিটেখেলোয়াড়দের ওপর কোচ জেমি ডে'র কড়া নিষেধাজ্ঞা

তাজিকিস্তানে পা রেখেই কঠোর অনুশাসন জারি করেছেন জেমি ডে। গত পরশু মধ্যরাতে দুশানবের হোটেলে পৌঁছে বাংলাদেশ ফুটবল দল। পরদিন অর্থাৎ গতকাল সোমবার প্রথম প্র্যাকটিস সেশন শুরুর আগে খেলোয়াড়দের নিয়ে হোটেলের সভাকক্ষে বসেন কোচ। সেখানে মূলত তিনি মাদকের ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা জারি করেছেন। বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের কক্ষ যেন অপরিচ্ছন্ন না থাকে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কক্ষ থেকে যেন সিগারেটের গন্ধ বের না হয় এবং কোনো হুইস্কির বোতল যেন আমার চোখে না পড়ে।’ 

জেমি ডে আরো বলেন, ‘হোটেলের ভেতর-বাইরে নিজেদের সম্মান বজায় রাখতে হবে এবং সংযত আচরণ করতে হবে।’ 

উল্লেখ্য, আগামী ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তাই ঢাকায় সাত দিনের ট্রেনিং শেষ করে আগেভাগেই তাজিকিস্তানের দুশানবেতে পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল। 

মন্তব্যসাতদিনের সেরা