kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

জায়গা হারালেন জেসন রয়; ডেনলির প্রমোশন

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৪১ | পড়া যাবে ২ মিনিটে



জায়গা হারালেন জেসন রয়; ডেনলির প্রমোশন

মারকুটে ওপেনার জেসন রয়ের জায়গা অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ড ওপেনার হিসেবে খেলতে নামবেন আগের তিন ম্যাচে চার নম্বরে ব্যাট করা জো ডেনলি। চলতি অ্যাশেজে ফর্মহীনতায় ভুগছেন জেসন রয়। তবে একাদশ থেকে বাদ পড়তে হচ্ছে না তাকে। ডেনলির জন্য ফাঁকা হয়ে যাওয়া চার নম্বর পজিশনেই নাকি তাকে ব্যাট করানো হবে। 

ডেনলি বলেন, 'আমি অধিনায়ক জো রুটের কাছ থেকে ফোন পেয়েছি। সে আমাকে বলেছে, টপ-অর্ডারে ব্যাটিং করতে এবং দলকে ভালো শুরু এনে দিতে। জেসন রয় চারে খেলবে। আশা করি, নতুন বলে আমি ও ররি বার্নস ভাল একটা শুরু এনে দিতে পারব। অর্থাৎ সে তার নিজের মত করে খেলতে পারবে।সে খুবই দুর্দান্ত এক খেলোয়াড়।'

ইতোমধ্যে অ্যাশেজের তিনটি টেস্ট শেষ হয়েছে। তিন ম্যাচেই ইংল্যান্ডের হয়ে খেলেছেন ডেনলি ও জেসন রয়। মিডল-অর্ডারে খেলা ডেনলি ৩ ম্যাচের ৬ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে করেন ১৪৭ রান। আর ওপেনার হিসেবে খেলে ৩ ম্যাচের ৬ ইনিংসে মাত্র ৫৭ রান করেন জেসন রয়। তাই জেসন রয়ের ফর্ম নিয়ে চিন্তায় ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

ক্যারিয়ারের অভিষেক টেস্টেই ওপেনার হিসেবে খেলেছেন ডেনলি। চলতি বছরের জানুয়ারিতে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। অভিষেক টেস্টের দুই ইনিংসে ৬ ও ১৭ রান করেন তিনি। চতুর্থ টেস্টে দলের ব্যাটিং লাইন-আপে পরিবর্তন আনতে চায় ইংল্যান্ড- এমন কথা জানিয়ে ডেনলি, 'চতুর্থ টেস্টে ওপেনার হিসেবে আমি খেলব। অবশ্যই জেসন রয় খেলবে মিডল-অর্ডারে। যা ইংল্যান্ডের জন্য দারুণ হবে।'

মন্তব্য



সাতদিনের সেরা