kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করলেন বার্সা কোচ

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৪১ | পড়া যাবে ১ মিনিটেদলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করলেন বার্সা কোচ

তুলনামূলক দুর্বল ওসাসুনার বিপক্ষে এগিয়ে থেকেও হোচট খেতে হয় বার্সেলোনাকে। তাই ক্লাবটির কোচ এরনেস্তো ভালভেরদে মনে করেন, দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েও ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ না নিতে পারাটা শিষ্যদের বড় ব্যর্থতা। ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভালভেরদে বলেন, “আমরা ভালো খেলিনি, আমরা বাজে খেলেছি। তারা ম্যাচে এগিয়ে গেল এবং আমরা তাদের গোলমুখের কাছাকাছিও যেতে পারিনি । এরপর দ্বিতীয়ার্ধে আমরা আধিপত্য করি এবং এগিয়ে যাই। ম্যাচ আমাদের হাতে ছিল কিন্তু তারা ঘুরে দাঁড়ায় এবং অদ্ভূত এক পেনাল্টি থেকে সমতা ফেরায়।”

তিনি আরো বলেন, “আমরা এ রকম একটি ম্যাচে জয় হাতছাড়া করতে পারি না। মাঠে আমাদের আরও ইতিবাচক হয়ে আক্রমণ করে যাওয়া উচিত ছিল।”

এর আগে প্রথম ম্যাচে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে হারে বার্সেলোনা। তবে দ্বিতীয় ম্যাচে রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারায় ক্লাবটি। তৃতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল ওসাসুনার বিপক্ষে আবারও হোঁচট খেল তারা। তিন ম্যাচে শিরোপাধারীদের পয়েন্ট ৪।

আগামী ১৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ভালেন্সিয়ার বিপক্ষে লিগের পরের ম্যাচে খেলবে বার্সেলোনা।

মন্তব্যসাতদিনের সেরা