kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

ধোনির বাদ পড়ায় অবাক নন গাঙ্গুলী

কালের কণ্ঠ অনলাইন   

১ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:৪১ | পড়া যাবে ২ মিনিটেধোনির বাদ পড়ায় অবাক নন গাঙ্গুলী

অবসর নিয়ে সৃষ্ট ধোঁয়াশার মাঝে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে মহেন্দ্র সিংহ ধোনির সুযোগ না হওয়ায় অবাক হননি সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সফলতম এই অধিনায়ক মনে করেন, তরুণ ঋষভ পন্থের উপরে ভরসা রেখে টিম ম্যানেজমেন্ট সঠিক কাজ করেছে। ধোনির বাদ পড়ায় অবাক হয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে নয়াদিল্লিতে সৌরভ বলেছেন, 'আমি আশাও করিনি, দক্ষিণ আফ্রিকা সিরিজে ওকে দলে রাখা হবে।'

তিনি আরও বলেন বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল দেখেই বোঝা যাচ্ছিল, টিম ম্যানেজমেন্ট কী চাইছে। ওরা ঋষভকে সুযোগ দিতে চায়। এবং একেবারে ঠিকই করছে। ধোনি যখন তরুণ ছিল, তখন ওকেও একইভাবে সুযোগ দেওয়া হতো। তবে ঋষভ কোনোভাবেই ধোনি নয়। এবং পরের তিন-চার বছরেও ধোনি হয়ে উঠবে না। ধোনিকে এই 'ধোনি' হিসেবে গড়ে তুলতে ১৫ বছর সময় লেগেছিল। তবে তুলনা না করলেও বলব, ঋষভ কিন্তু বিশেষ প্রতিভাবান'

তবে ধোনির অবসর নিয়ে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটা স্বয়ং বিরাট কোহলিকেই সামলাতে হবে বলে মনে করেন সৌরভ। তিনি বলেছেন, 'ধোনির সঙ্গে কথা বলে কোহলি কীভাবে পরিস্থিতিটা সামলাবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। ধোনির থেকে কোহলি কী চায়, সেটা বলা বেশ কঠিন। কিন্তু এখনই ধোনির ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করা উচিত নয়। জানি না ধোনি-নির্বাচকমণ্ডলী এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে কী কথাবার্তা হচ্ছে। ঘটনা থেকে আমি অনেক দূরে আছি।'

সৌরভ মনে করেন, প্রতিটি বড় খেলোয়াড়দের জীবনে এই সময়টা আসে, যখন কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয়, 'সবার জীবনেই এ রকম ঘটনা ঘটে। তা সে ম্যারাডোনা, পিট সাম্প্রাস, শচীন টেন্ডুলকার কিংবা ধোনি- যেই হোক না কেন। একটা বয়সে পৌঁছানোর পর এ রকম পরিস্থিতির মুখে পড়তেই হবে। কোহলি এবং টিম ম্যানেজমেন্ট যদি চায় ধোনি খেলবে, তাহলে সে খেলতেই পারে। আর ওরা যদি ভবিষ্যতের দিকে তাকাতে চায়, সেটাও বাস্তবতা।'

মন্তব্যসাতদিনের সেরা