kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

সবচেয়ে কম বয়সে গোল করে বার্সায় ফাতি'র রেকর্ড

কালের কণ্ঠ অনলাইন   

১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫৫ | পড়া যাবে ১ মিনিটেসবচেয়ে কম বয়সে গোল করে বার্সায় ফাতি'র রেকর্ড

মাত্র ১৬ বছর বয়সেই লা লিগায় অভিষেক হয় বার্সেলোনার তরুণ স্ট্রাইকার আনসু ফাতির। এবার সবচেয়ে কম বয়সে লা লিগায় গোল করে বার্সেলোনার ইতিহাসে রেকর্ড গড়লেন তিনি। সেই সঙ্গে ভাঙলেন বোজান কিরকিচের রেকর্ড।

গতকাল শনিবার ওসাসুনার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। খেলার মাত্র সপ্তম মিনিটেই  মিডফিল্ডার রবার্তো তোরেসের গোলে এগিয়ে যায় ওসাসুনা। অপরদিকে খেলার মোড় ঘুরানোর জন্য বিরতির   দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামে গত ম্যাচে অভিষেক হওয়া আনসু ফাতি। মাঠে নেমেই ৫১তম মিনিটে কার্লোস পেরেজের ক্রস থেকে নিচু শটে দৃষ্টিনন্দন গোল করেন তিনি। মাত্র ১৬ বছর ৩০৪ দিনে তার এই গোলেই দল সমতায় ফেরে। 

ফাতির আগে সবচেয়ে কম বয়সে গোল করেছিলেন বোজান কিরকিচে। তার আগে বার্সার হয়ে ২০০৭ সালে ১৭ বছর ৫৩ দিন বয়সে ভিয়ারিয়ালের বিপক্ষে গোল করেছিলেন কিরকিচ। তৃতীয় রেকর্ডটি বার্সা অধিনায়ক লিওনেল মেসির। ২০০৪ সালে তিনি ১৭ বছর ৩১২ দিন বয়সে আলবাসেতের বিপক্ষে গোল করেছিলেন। ৫-২ গোলের সেই জয়ে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ১২ মিনিট খেলেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা