kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

ইউএস ওপেন টেনিসের চতুর্থ রাউন্ডে ফেদেরার-জকোভিচ

কালের কণ্ঠ অনলাইন   

১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০৯ | পড়া যাবে ২ মিনিটেইউএস ওপেন টেনিসের চতুর্থ রাউন্ডে ফেদেরার-জকোভিচ

সংগৃহীত ছবি

সরাসরি সেটে জয়ী হয়ে ইউএস ওপেন টেনিসের চতুর্থ রাউন্ডে উঠেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও সার্বিয়ার নোভাক জকোভিচ।

ফেদেরার প্রতিপক্ষ ছিলেন অবাছাই ব্রিটিশ ড্যান ইভান্স। তাঁর বিপক্ষে ৬-২ গেমে প্রথম সেট জিতেন তিনি। পরের দুই সেটে ৬-২ ও ৬-১ গেমে ম্যাচটি জিতে নেন ফেদেরার। 

ম্যাচ জিতে ফেদেরার বলেন, ‘আজ আমার পরিকল্পনায় ছিলো ভিন্ন পন্থায় ম্যাচটি খেলা। সেখানে আমি সফল হয়েছি। এ ম্যাচে নিজেকে বেশ সতেজ মনে হয়েছে। তবে ড্যান কিছুটা ক্লান্ত ছিল। এজন্য খুব বেশি লড়াই করতে পারেনি। আশা করবো এ ম্যাচ সামনে আমাকে সাফল্য পেতে সহায়তা করবে।’

অপরদিকে জকোভিচের প্রতিপক্ষ ছিলেন অবাছাই আমেরিকার ডেনিস কুদলা। প্রতিপক্ষ কম শক্তিশালী হওয়ায় প্রথম সেট জিততে বেগ পেতে হয়নি তাকে। ৬-৩ গেমে প্রথম সেট জিতে নেন তিনি। প্রথম সেটের মত পরের দুই সেটও ৬-৪ ও ৬-২ গেমে ম্যাচটি জিতে নেন জকোভিচ।

ম্যাচ শেষে জকোভিচ বলেন, ‘এত সহজে ম্যাচটি জিততে পারবো, তা ভাবিনি। নিজের পারফরমেন্সে আমি অনেক খুশী। আশা করবো, পরের রাউন্ডগুলোতে এভাবে খেলতে পারবো। গ্যালারিতে যারা উপস্থিত ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট দেয়ার জন্য।’

মন্তব্যসাতদিনের সেরা