kalerkantho

টানা ৯০ ঘণ্টা সাইকেল চালিয়ে ভারতীয় সেনা কর্মকর্তার রেকর্ড

কালের কণ্ঠ অনলাইন   

২৬ আগস্ট, ২০১৯ ১২:১১ | পড়া যাবে ১ মিনিটেটানা ৯০ ঘণ্টা সাইকেল চালিয়ে ভারতীয় সেনা কর্মকর্তার রেকর্ড

একটানা ৯০ ঘণ্টা সাইকেল চালিয়েছেন তিনি। পার করেছেন ১২০০ কিলোমিটার রাস্তা। ৯০ ঘণ্টা না ঘুমিয়ে খুব কম সময় বিশ্রাম নিয়ে এই ম্যারাথন সাইক্লিং ইভেন্ট শেষ করে রেকর্ড গড়লেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি। 

খবরে বলা হয়েছে, ফ্রান্সের সব থেকে পুরনো ও ঐতিহ্যবাহী সাইক্লিং ইভেন্টে অংশ নেন ৫৬ বছর বয়সী এই প্রাক্তন সেনা কর্মকর্তা। টানা ৯০ ঘণ্টা না ঘুমিয়ে  গত ২৩ অগাস্ট তিনি ১২০০ কিলোমিটার প্যারিস-ব্রেস্ট-প্যারিস সার্কিট পূর্ণ করেন।

এমন চ্যালেঞ্জ জেতায় অনিল পুরিকে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। কারণ ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে থাকা কোনো অফিসার আজ পর্যন্ত এই ইভেন্টের সার্কিট পূর্ণ করেননি। অনিল পুরি প্রথম সেনা কর্মকর্তা হিসাবে এই রেকর্ড গড়েন।
 
উল্লেখ্য, ১৯৩১ সালে এই ঐতিহ্যবাহী সাইক্লিং ইভেন্ট শুরু হয়েছিল। এখন পর্যন্ত ৩১,১২৫ জন সার্কিট পূর্ণ করেছেন।
সূত্র : জি নিউজ

মন্তব্যসাতদিনের সেরা