kalerkantho

মাথায় ফেট্টি বেঁধে নতুন লুকে ধোনি

কালের কণ্ঠ অনলাইন   

২৫ আগস্ট, ২০১৯ ১৬:৪৮ | পড়া যাবে ১ মিনিটেমাথায় ফেট্টি বেঁধে নতুন লুকে ধোনি

ক্রিকেট থেকে অবসর ঘোষণা না করেই ভারতীয় সেনাবাহিনীর সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কাশ্মীর চলে গিয়েছিলেন ট্রেনিং নিতে। কাশ্মীর থেকে শনিবার তিনি ব্যক্তিগত কাজে জয়পুরে এসেছেন। জয়পুর বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে ঘিরে থাকা ভক্তদের ভিড় ছিল দেখার মতো। কিন্তু সে সব ছাপিয়ে নজর কাড়ল সাবেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির নতুন লুক।

রাজস্থানের জয়পুর বিমানবন্দর থেকে বেরনোর সময় ধোনিকে দেখা গেছে জলপাই রঙের টি-শার্টে। পাশাপাশি তার মাথায় ছিল কালো রঙের ফেট্টি। এই সাজে ধোনিকে দেখেই বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর নতুন সাজে ধোনি উপস্থিত হলেও তার অমলিন হাসিটি ছিল আগের মতোই।

এর আগে স্বাধীনতা দিবসের দিন সিয়াচেন ওয়ার মেমোরিয়ালে শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করতে দেখা গিয়েছিল ধোনিকে। কাশ্মীরে একজন সাধারণ সেনা কর্মকর্তার মতোই ট্রেনিং নিচ্ছেন ধোনি। কোনো বিশেষ সুবিধা গ্রহণ করেননি। সৈনিকদের তাবুতেই থাকছেন সাধারণ একটি চৌকিতে। দেশের প্রতি এই ডেডিকেশন প্রদর্শন করে ভারতের সফলতম এই অধিনায়ক ভক্তদের প্রশংসায় ভেসেছেন।

মন্তব্যসাতদিনের সেরা