kalerkantho

রবিবার । ১১ ফাল্গুন ১৪২৬ । ২৪ ফেব্রুয়ারি ২০২০। ২৯ জমাদিউস সানি ১৪৪১

এবার আইপিএলে নেতৃত্ব হারাতে যাচ্ছেন অশ্বিন

কালের কণ্ঠ অনলাইন   

২৪ আগস্ট, ২০১৯ ১৮:২৪ | পড়া যাবে ২ মিনিটেএবার আইপিএলে নেতৃত্ব হারাতে যাচ্ছেন অশ্বিন

উইন্ডিজের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজে ১৫ জনের দলে সুযোগ পেলেও জায়গা হয়নি প্রথম একাদশে। এরপরেই ভারতের এক শীর্ষ গণমাধ্যম জানিয়েছে, আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কত্ব থেকেও সরানো হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। ৩২ বছরের এই অভিজ্ঞ স্পিনারের জায়গায় অধিনায়ক করা হতে পারে লোকেশ রাহুলকে। তবে এই সিদ্ধান্ত অফিসিয়ালি ঘোষণা হতে রবিবার পর্যন্ত সময় লেগে যেতে পারে।

ধারণা করা হচ্ছে, শুধু অধিনায়কের পদ থেকেই নয়, দল থেকেও অশ্বিনকে ছেঁটে ফেলা হতে পারে! ২০১৮ সালে ৭.৬ কোটি রুপি খরচ করে অশ্বিনকে দলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু গত আসরে ১৪ ম্যাচের মাত্র ৬টি জিতে তারা শেষ করে লিগ টেবিলে ৬ নম্বরে। গত বছর পাঞ্জাব শেষ করেছিল ৭ নম্বরে। আগামীতে অশ্বিন দিল্লি ক্যাপিটালস বা রাজস্থান রয়ালসে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে তাকে বিক্রি করা হবে, নাকি বদল করা হবে তার সঙ্গে তা এখনও নিশ্চিত নয়।

গত আসরে জস বাটলারকে বিতর্কিত 'মানকড় আউট' করে বিশ্বব্যাপী সমালোচিত হয়েছিলেন অশ্বিন। তবে তিনি তার ভুল স্বীকার করেননি। এবার তিনি দিল্লিতে গেলে খেলতে হবে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে এবং রাজস্থানে গেলে তার অধিনায়ক হবেন স্টিভ স্মিথ। রাজস্থান নাকি কৃষ্ণাপ্পা গৌতমের বদলে নিতে পারে অশ্বিনকে। পাঞ্জাবের হয়ে ২৮ ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন তিনি। পাঞ্জাবের কোচের পদ থেকেও সরানো হয় মাইক হেসেনকে। জর্জ বেইলি বা ড্যারেন লেম্যানের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হতে পারে।

মন্তব্যসাতদিনের সেরা