kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

কোচ সারিকে ছাড়া নামতে হচ্ছে রোনালদোদের

কালের কণ্ঠ অনলাইন   

২৪ আগস্ট, ২০১৯ ১০:০৮ | পড়া যাবে ২ মিনিটেকোচ সারিকে ছাড়া নামতে হচ্ছে রোনালদোদের

টানা ৮ কি এবার ৯ হবে? হওয়ারই কথা। এবার বরং আরো শক্তিশালী জুভেন্টাস। তবে প্রশ্নও আছে, আন্তোনিও কন্তে ও ম্যাসিমিলিয়ানো আলেগ্রির রেখে যাওয়া জুভেন্টাস মরিসিও সারির অধীনে বদলে যাবে নিশ্চিত। টানা নবম স্কুদেত্তো জয়ের মিশনে আজ প্রথম ম্যাচেই তো তাঁকে ডাগআউটে পাচ্ছে না জুভেন্টাস। নিউমোনিয়ায় ভুগছেন সারি। তাতে পারমার বিপক্ষে আজ কোচবিহীন হয়েই নামতে হচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদোদের।

নাপোলি ছেড়ে সারি চেলসিতে সফল নন মোটেও। রোনালদোদের নিয়ে চ্যালেঞ্জটা কতটা সামলাতে পারেন, সেদিকেই নিশ্চিত শ্যেন দৃষ্টি দিয়ে রেখেছে কার্লো আনচেলত্তির নাপোলি আর আন্তোনিও কন্তের ইন্টার মিলান। ১৯৯০-এর পর আর শিরোপার মুখ না দেখা নাপোলিও প্রথম দিন মাঠে নামছে ফিওরেন্তিনার বিপক্ষে, সোমবার ইন্টারের প্রতিপক্ষ এ মৌসুমেই সিরি ‘এ’তে ফেরা লেচ্চে। প্রিমিয়ার লিগ, লা লিগা বা বুন্দেস লিগার তুলনায় একটা সময় সিরি ‘এ’-র জনপ্রিয়তা ক্রমে নামছিল। তবে গত মৌসুমে ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্টাসে যোগ দেওয়া নতুন করে আলোচনায় এনেছে ইতালিয়ান লিগকে। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের অন্যতম সেরা পারফরমার ডাচ ডিফেন্ডার মাতিয়াস ডি লিখটও নাম লিখিয়েছেন এবার জুভেন্টাসে। সূত্র : এএফপি

মন্তব্যসাতদিনের সেরা