kalerkantho

রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে পারেন মেসি

কালের কণ্ঠ অনলাইন   

২৩ আগস্ট, ২০১৯ ০৯:২৬ | পড়া যাবে ১ মিনিটেরিয়াল বেতিসের বিপক্ষে খেলতে পারেন মেসি

রিয়াল বেতিসের বিপক্ষে, লা লিগায় বার্সেলোনার পরবর্তী ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি। ৫ আগস্ট প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে ডান পায়ে চোট পেয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। এরপর খেলেননি বাকি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচগুলোতে আর লা লিগার প্রথম ম্যাচেও। 

মেসির অবর্তমানে অ্যাথলেতিক বিলবাওয়ের কাছে হেরে নতুন মৌসুম শুরু করে বার্সেলোনা। তবে কাতালানদের জন্য সুখবর, গতকাল অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। অনুশীলন কেন্দ্রের ২ নম্বর মাঠের প্রধান আকর্ষণই ছিলেন মেসি। আজ বিশ্রাম নিয়ে আগামীকাল আবার অনুশীলনে যোগ দেবেন ‘এলএমটেন’। শনিবার সকালে শেষ অনুশীলন হবে। 

আগামীকাল রবিবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ। সব ঠিক থাকলে বেতিসের বিপক্ষেই দেখা যাবে মেসিকে। সূত্র: মার্কা

মন্তব্যসাতদিনের সেরা