kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

দ্বিতীয় ম্যাচেও ৬ গোলে হারল বাংলাদেশের মেয়েরা

কালের কণ্ঠ অনলাইন   

২৩ আগস্ট, ২০১৯ ০৯:১৩ | পড়া যাবে ১ মিনিটেদ্বিতীয় ম্যাচেও ৬ গোলে হারল বাংলাদেশের মেয়েরা

ভারতীয় একাডেমি দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। এর ফলে বাংলাদেশ দল এখনো জাল খুঁজে পায়নি।

গতকাল বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে অষ্টম মিনিটেই পিছিয়ে পড়া বাংলাদেশ লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল। তবে দ্বিতীয় কোয়ার্টারের শেষ ভাগে ৩ গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে। তৃতীয় ও শেষ কোয়ার্টারে আরো দুটি গোল যোগ করে ভারতীয় মেয়েরা। এতে বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

আজ শুক্রবার দুই দেশের মেয়েদের মধ্যকার সিরিজের তৃতীয় ম্যাচটি ফ্লাডলাইটে অনুষ্ঠিত হবে। শুরু হবে সন্ধ্যা ৭ টায়।

মন্তব্যসাতদিনের সেরা