kalerkantho

শুক্রবার । ১৭ জানুয়ারি ২০২০। ৩ মাঘ ১৪২৬। ২০ জমাদিউল আউয়াল ১৪৪১     

আফগানদের স্পিন অনেক ভয়ংকর : মুমিনুল

কালের কণ্ঠ অনলাইন   

২২ আগস্ট, ২০১৯ ১৮:৫১ | পড়া যাবে ২ মিনিটেআফগানদের স্পিন অনেক ভয়ংকর : মুমিনুল

ছবি : বিসিবি

ওয়ানডে খেলার সামর্থ থাকলেও সাদা পোশাকের স্পেশালিস্ট বানিয়ে দেওয়া হয়েছে তাকে। যে কারণে জাতীয় দলের হয়ে মাঠে নামার জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় মুমিলুন হককে। এবার তার মাঠে নামার পালা শুরু। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই ম্যাচ সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মুমিনুলরা। র‍্যাঙ্কিংয়ের নিচের দল আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের চাওয়া আত্মবিশ্বাস অর্জন।

আফগান টেস্ট নিয়ে আজ বৃহস্পতিবার মুমিনুল হক সাংবাদিকদের বলেন, 'টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে এই ম্যাচ আমাদের জন্য ভালো প্রস্তুতি হবে। আমাদের সবার জন্যই এটা ভালো সুযোগ। ভালো একটা টেস্টই হবে আশা করি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ওদের (আফগানিস্তানের) স্পিন আক্রমণ সামলাতে হবে আমাদের। এটা ভালো প্রস্তুতি হবে। আমরা জানি যে উপমহাদেশে ওদের স্পিন আক্রমণ অনেক ভয়ংকর।'

নতুন কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়েও খুব একটা উচ্ছসিত মনে হলো না মুমিনুলকে। ক্রিকেটারদের কাছে কোচের প্রত্যাশা কী- সেটা অবশ্য এত কম সময়ে জানতে পারেননি তিনি। মুমিনুলের জবাব, 'কোচ কী চাচ্ছে ওটা চিন্তা না করে নিজের কাজ ঠিকভাবে করলেই হয়। যদি ফিটনেসের দিক দিয়ে বা ব্যাটিং-বোলিংয়ে ভালো করেন, তাহলে পৃথিবীর যত ভালো কোচ হোক বা যত খারাপ কোচ হোক, আপনাকে বিবেচনায় রাখবেই। আমি তার কাছ থেকে সবকিছু নেব, এমন না বিষয়টা। তিনি যে পরামর্শ দেবে, যেটা আমার দরকার সেটা নেব। যদি ভালো লাগে তাহলে ওভাবে নেব।'

মন্তব্যসাতদিনের সেরা