kalerkantho

শুক্রবার । ১৭ জানুয়ারি ২০২০। ৩ মাঘ ১৪২৬। ২০ জমাদিউল আউয়াল ১৪৪১     

কোহলিদের উদোম গায়ের ছবি দেখে যা বললেন যুবরাজ

কালের কণ্ঠ অনলাইন   

২২ আগস্ট, ২০১৯ ১৭:১৮ | পড়া যাবে ১ মিনিটেকোহলিদের উদোম গায়ের ছবি দেখে যা বললেন যুবরাজ

ছবি : ইনস্টাগ্রাম

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টেস্ট সিরিজ শুরুর আগে বেশ ফুরফুরে মেজাজে ছুটি কাটালেন বিরাট কোহলিরা। অ্যান্টিগার জলি বিচে সময় কাটানোর সময়ে বেশ কিছু ছবিও তোলেন তারা। কোহলি-বুমরাহদের খালি গায়ে ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কোহলির সঙ্গে বিচে সময় কাটানোর ছবি ইনস্টাগ্রামে দিয়ে বুমরাহ লিখেন 'বিরাট আর দলের সঙ্গে সূর্যস্নান'।

ধারণা করা হচ্ছে, নিজেদের পেশীবহুল শরীর দেখানোর জন্যই এই পোস্ট করেছেন বুমরাহ। সেই ছবিতেই একের পর এক কমেন্ট করতে থাকেন বিশ্বের বহু ক্রিকেটার। খালি গায়ে দুজনের সিক্স প্যাকস অ্যাবসের প্রশংসা করেন তারা। ছবির নীচে সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহ মন্তব্য করেন, 'ওহ্, আমার ফিটনেস আইডল।'

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে র‍্যাংকিংয়ের শীর্ষ থাকা ভারত। আগামী দুই বছর ধরে মোট ৯টি দল ২৭টি সিরিজে খেলবে ৭১টি টেস্ট। চলতি মাসেই ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ জিতে নেয় বিরাট কোহলির দল। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে মুখোমুখি হবে সফরকারীরা।

মন্তব্যসাতদিনের সেরা