kalerkantho

টেস্টেও রোহিতকে ওপেনিংয়ে দেখতে চাই : সৌরভ

কালের কণ্ঠ অনলাইন   

২২ আগস্ট, ২০১৯ ১৬:৩৬ | পড়া যাবে ২ মিনিটেটেস্টেও রোহিতকে ওপেনিংয়ে দেখতে চাই : সৌরভ

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টির মতো টেস্ট ক্রিকেটেও 'হিটম্যান' খ্যাত রোহিত শর্মাকে ওপেনার হিসাবেই রাখা উচিত বলে মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। আজ বৃহস্পতিবার অ্যান্টিগায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। এই ফরম্যাটে নিয়মিত ওপেনারের অভাবে ভুগতে থাকা দলকে রোহিত শর্মার ওপর ভরসা রাখার কথা বলোছেন সৌরভ।

ক্যারিবিয়ান সফরে রোহিত শর্মার পাশাপাশি ওপেনার হিসাবে দলে রয়েছেন অজিঙ্কা রাহানেও। ডোপিংয়ের জন্য আপাতত নির্বাসনে রয়েছেন তরুণ ওপেনার পৃথ্বী শ। তাই ওপেনারের দৌঁড়ে রোহিত না রাহানে এটা খুব কঠিন সিদ্ধান্ত হবে বলে মনে করছেন 'প্রিন্স অব ক্যালকাটা'।

চলতি বছর বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন হিটম্যান রোহিত শর্মা। বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরি করে তুমুল আলোচিত হন। তবে এই ডানহাতি ওপেনার ওয়ানডেতে সফল হলেও টেস্টে ভালো পারফর্ম করতে পারেননি। তবে এখনই রোহিতের ওপর ভরসা হারাতে নারাজ সৌরভ। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমার মতে রোহিতকে দিয়েই ওপেন করানো উচিত। মিডল অর্ডার সামলানোর ভার দেওয়া হোক রাহানেকে।'

ওপেনারের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে নতুন উইকেটকিপার কে হবেন সেই নিয়েও তুমুল জল্পনা চলছে। তবে ঋদ্ধিমান সাহার চেয়ে তরুণ ঋষভ পন্থকেই পছন্দ সৌরভের। ঋষভ পন্থকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে তিনি বলেন, 'অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দারুণ খেলেছিল পন্থ। সে দিক দিয়ে দেখতে গেলে ঋদ্ধিমানের থেকে পন্থ অনেকটাই এগিয়ে আছে।'

মন্তব্যসাতদিনের সেরা