kalerkantho

এত হাসি কেন তাদের মুখে?

কালের কণ্ঠ অনলাইন   

২২ আগস্ট, ২০১৯ ১৫:৪৩ | পড়া যাবে ২ মিনিটেএত হাসি কেন তাদের মুখে?

ছবি : ইনস্টাগ্রাম

তিন ফরম্যাটের সিরিজ খেলতে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থান করছে। ইতিমধ্যেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। সেই জয়ে ও টেস্ট সিরিজ শুরুর মধ্যবর্তী সময়ে ক্যারিবিয়ান বিচে ছুটি কাটাতে দেখা গেল ভারত অধিনায়ককে। সেখানে তার সঙ্গী স্ত্রী বলিউড স্টার আনুশকা শর্মা। 

যেহেতু ভারত জিতেই চলছে, তাই অধিনায়কের মেজাজও ভালো। ক্যারিবিয়ান বিচে হালকা মেজাজে এই হাই প্রোফাইল দম্পতির সময় কাটানোর ছবি বুধবার মধ্যরাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করেন বিরাট কোহলি। তার পরই ভাইরাল হয়েছে পোস্টটি। এখনও অবধি ৩৭ লক্ষের কাছাকাছি ইউজার লাইক করেছেন সেই ছবিতে। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রতটে পাশাপাশি বসে আছেন দুজনে। মুখে অমলিন হাসি। 

এর আগে সম্প্রতি রঙিন বিকিনি পরে ক্যারিবিয়ান সমুদ্রতটে গায়ে রোদ মাখতে দেখা গিয়েছিল আনুশকা শর্মাকে। সেই ছবি পোস্ট করে বিরাট-পত্নী লিখেছিলেন, 'সান কিসড অ্যান্ড ব্লেসড'। মাঠে ভালো করার পাশাপাশি স্ত্রীকে নিয়ে বেশ ছুটির মুডেই সফর করছেন বিরাট কোহলি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে ভারত।

মন্তব্যসাতদিনের সেরা