kalerkantho

বুধবার । ৮ আশ্বিন ১৪২৭ । ২৩ সেপ্টেম্বর ২০২০। ৫ সফর ১৪৪২

বিচ পার্টিতে আনন্দে মাতল কোহলিরা

কালের কণ্ঠ অনলাইন   

২১ আগস্ট, ২০১৯ ১৪:৪৫ | পড়া যাবে ১ মিনিটেবিচ পার্টিতে আনন্দে মাতল কোহলিরা

ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ জেতার পর এবার শুরু টেস্ট সিরিজ। আগামীকাল বৃহস্পতিবার অ্যান্টিগার নর্থ সাউন্ডে প্রথম টেস্টে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তার আগে গোটা দল আনন্দে মেতে উঠল বিচ পার্টিতে।

টানা ক্রিকেটের মাঝে একটু খানি ভ্যাকেশন দরকার। তাই অ্যান্টিগার জলি বিচে বিরাট-রোহিতরা। বাদ যায়নি কোচিং সাপোর্ট স্টাফরাও। ক্যাপ্টেন কোহলি নিজের ইনস্টাগ্রামে বুমরাহ, মায়াঙ্ক, রাহানে, ইশান্ত, রাহুল, রোহিতদের সঙ্গে সবাই মিলে কোমর পানিতে দাঁড়িয়ে থাকার একটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, "সি বিচে ছেলেদের সঙ্গে সবাই মিলে দারুন দিন কাটল।"

টেস্ট সিরিজ শুরুর আগেও ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছেন টিম ইন্ডিয়া। এতেও    সেঞ্চুরি করেছেন চেতেশ্বর পূজারা। হাফ সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা, আজিঙ্কে রাহানে, হনুমা বিহারি। প্রথম ইনিংসে উইকেট পেয়েছেন ইশান্ত, কুলদীপ, উমেশ। আর দ্বিতীয় ইনিংসে উইকেট পেয়েছেন বুমরাহ, অশ্বিন আর জাদেজা। যদিও এই ম্যাচে খেলেননি অধিনায়ক বিরাট কোহলি।

মন্তব্যসাতদিনের সেরা