kalerkantho

কিশোরদের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক   

২১ আগস্ট, ২০১৯ ১৪:১৪ | পড়া যাবে ১ মিনিটেকিশোরদের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু আজ

আজ বুধবার ভারত-নেপালের ম্যাচ দিয়ে পশ্চিমবঙ্গের কল্যাণীতে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে। শ্রীলঙ্কা-ভুটানের ম্যাচও আজ। আগামীকাল বৃহস্পতিবার ভুটানের বিপক্ষে মাঠে নামবে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছয় দলের টুর্নামেন্টটি এবার লিগ পদ্ধতির, শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

বাফুফে একাডেমির খেলোয়াড়দের নিয়েই গড়া হয়েছে আসরের দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। চার মাস টানা প্রস্তুতির পর পরশু কল্যাণীতে পৌঁছে কাল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। ম্যাচে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ। ৪১ মিনিটের রাব্বি হোসেনের প্রথম গোল, পলাশ আহমেদের পায়ে দ্বিতীয় গোল ৫৭ মিনিটে, ৮৯ মিনিটে আল আমিন করে তৃতীয় গোল। ৭৬ মিনিটে অবশ্য ২-১ করেছিল ইউনাইটেড স্পোর্টস। ২০১১ সালে শুরু হওয়া কিশোরদের এই সাফে বাংলাদেশ ও ভারত শিরোপা জিতেছে দুইবার করে। একবার জিতেছে পাকিস্তান, ভারতের এ আসরে তারা অবশ্য অংশ নিচ্ছে না।

মন্তব্যসাতদিনের সেরা