kalerkantho

রবিবার । ১১ ফাল্গুন ১৪২৬ । ২৪ ফেব্রুয়ারি ২০২০। ২৯ জমাদিউস সানি ১৪৪১

স্মিথকে দুয়োধ্বনি না দিতে দর্শকদের প্রতি ব্রিটিশ মন্ত্রীর আহ্বান

কালের কণ্ঠ অনলাইন   

২০ আগস্ট, ২০১৯ ২২:০১ | পড়া যাবে ২ মিনিটেস্মিথকে দুয়োধ্বনি না দিতে দর্শকদের প্রতি ব্রিটিশ মন্ত্রীর আহ্বান

এবার স্টিভ স্মিথের পাশে দঁড়ালেন বৃটিশ ক্রীড়া মন্ত্রী। বল টেম্পারিং কেলেঙ্কারীর দায়ে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফেরা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথের প্রতি চলমান অ্যাশেজ সিরিজে দুয়োধ্বনিকে 'অসম্মানজনক' উল্লেখ করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের ক্রীড়া মন্ত্রী নিগত এডামস। তার মতে, বল বিকৃতির জন্য তো গত বছর শাস্তি পেয়েছেন স্মিথ তাই তাকে আর অসম্মান করা সমীচীন নয়।

স্মিথকে দুয়োধ্বনি দেয়া দর্শকদের উদ্দেশ্যে সিডনি মর্নিং গেরাল্ডকে এডামস বলেন, 'লর্ডসে বেশিরভাগ দর্শকই স্মিথের ইনিংসের প্রশংসা করেছেন। তবে কিছু দর্শক স্মিথকে টিটকারি করেছে, যা খবর হিসেবে তৈরি করেছে। এটি বিরক্তিকর এবং আমাদের মনে রাখতে হবে, অস্ট্রেলিয়ার খেলোয়াড় যা করেছে এজন্য তাদের শাস্তিও দেয়া হয়েছে এবং তারা ভোগও করেছে।'

এছাড়া স্মিথের প্রশংসাও করেছেন এডামস, 'অবশ্যই স্মিথ একজন দুর্দান্ত এবং ভালো ব্যাটসম্যান। তবে আমি চাই না সে খুব বেশি রান পান। তিনি দেখার জন্য মুগ্ধতা ছড়িয়েছেন এবং ক্রিকেট ভক্ত হিসেবে আমাদের এজন্য প্রশংসা করা উচিত। তবে ব্যঙ্গ বা বিদ্রুপ করে নয়।'

গত বছর কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল বিকৃতি করেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্যামেরুন বেনক্রফট। এই কুকর্মের সাথে জড়িত ছিলেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। পরবর্তীতে বল-বিকৃতির কান্ড প্রমাণ হলে, নিজেদের দোষ স্বীকার করে নেন তিনজনই। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া বেনক্রফটকে ৯ মাস, স্মিথ-ওয়ার্নারকে ১ বছরের জন্য নিষিদ্ধ করে। বার্মিংহাম টেস্টের দুই ইনিংসে ১৪৪ ও ১৪২ রানের দুটি নান্দনিক ও দর্শনীয় ইনিংসের পর লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্মিথ।

মন্তব্যসাতদিনের সেরা