kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

ভারতীয় একাদশে জায়গা হচ্ছে না অশ্বিনের

কালের কণ্ঠ অনলাইন   

২০ আগস্ট, ২০১৯ ১৬:৩৪ | পড়া যাবে ২ মিনিটেভারতীয় একাদশে জায়গা হচ্ছে না অশ্বিনের

উন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ভারতীয় একাদশে সুযোগ হচ্ছে না তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। চলতি মাসের ২২ তারিখ থেকে অ্যান্টিগায় শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। সেই টেস্টে কুলদীপ যাদবের পার্টনার হবেন রবীন্দ্র জাদেজা। সেক্ষেত্রে অশ্বিনের আর জায়গা হচ্ছে না প্রথম একাদশে। ভারতের একটি শীর্ষ গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

খবর অনুযায়ী, প্রথম টেস্টে দুই জন পেসার ও দুই জন স্পিনার নিয়ে খেলতে নামবেন বিরাট কোহালি। দুই জন পেসার হিসেবে যশপ্রীত বুমরাহ এবং ইশান্ত শর্মার খেলার সম্ভাবনাই বেশি। উইকেটের পিছনে দাঁড়াবেন ঋষভ পন্থ। টি টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে তরুণ পন্থকে নিয়ে কম সমালোচনা হয়নি। ক্রিজে নেমে উইকেট ছুড়ে দিতে দেখা গিয়েছে তাকে। তার জন্য পন্থের তীব্র সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথম টেস্টে পন্থ নামার অর্থ ঋদ্ধিমান সাহার প্রত্যাবর্তন ঘটছে না।

গত বছর থেকেই চোটে ভুগছিলেন অশ্বিন। গত বছরের ৬ ডিসেম্বর শেষ টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। তার পরে চোটের লাল চোখ দেখতে হয় তাকে। অন্য দিকে, সিডনি টেস্টে কুলদীপ ৫ উইকেট নিয়ে প্রতিযোগিতায় এগিয়ে যান। চায়নাম্যান বোলারের পারফরম্যান্সের পরেই ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী কুলদীপকে একনম্বর স্পিনার হিসেবে উল্লেখ করেন। এরপর থেকেই মূলতঃ জাতীয় দলে প্রত্যাবর্তন হলেও প্রথম একাদশে জায়গা হচ্ছে না অশ্বিনের।

মন্তব্যসাতদিনের সেরা