kalerkantho

আইপিএলে সাকিবদের নতুন কোচ হ্যাডিন

কালের কণ্ঠ অনলাইন   

২০ আগস্ট, ২০১৯ ১০:০১ | পড়া যাবে ১ মিনিটেআইপিএলে সাকিবদের নতুন কোচ হ্যাডিন

মাসখানেক আগে আগামী মৌসুমের জন্য ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপজয়ী কোচ ট্রেভর বেইলিসকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল সানরাইজার্স হায়দরাবাদ। এবার তার সহকারী কোচ হিসেবে ব্র্যাড হ্যাডিনকে নিয়োগ দিল এই ফ্র্যাঞ্চাইজি। গতকাল সোমবার প্রধান কোচ ট্রেভর বেইলিসের নতুন কোচিংয়ের অংশ হিসেবে এই সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান-উইকেটরক্ষকের নাম ঘোষণা করে ক্লাবটির।

জানা গেছে, আগের সহকারী কোচ সাইমন হেলমটের বদলে হ্যাডিনকে নেওয়া হয়েছে। এর আগেও একসঙ্গে কাজ করেছেন বেইলিস-হ্যাডিন জুটি। 

বেইলিসের মতো আইপিএলের অভিজ্ঞতা রয়েছে হ্যাডিনের। বেইলিসের অধীনে ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন হাডিন। 

এ ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা আছে হ্যাডিনের। ২০১৭ সালের আগস্টে নিয়োগ পাওয়ার পর ২ বছরের জন্য অস্ট্রেলিয়া জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে একই বছরের শুরুতে তিনি ছিলেন অস্ট্রেলিয়া 'এ' দলের দায়িত্বে।

হাডিনকে কোচ হিসেবে পাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১১-১৭ সাল পযর্ন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর ২০১৮ সাল থেকে হায়দ্রাবাদের হয়ে খেলছেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা