kalerkantho

পিএসজি হেরে গেল ১৬ বছরের কিশোরের কাছে

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৯ ১৭:৫৩ | পড়া যাবে ২ মিনিটেপিএসজি হেরে গেল ১৬ বছরের কিশোরের কাছে

থিয়াগো সিলভার সঙ্গে এডুয়ার্ডো ক্যামাভিঙ্গার বল দখলের লড়াই। ছবি : এএফপি

মৌসুমের দ্বিতীয় লিগ ম্যাচেই পরাজয়ের দেখা পেল লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। রবিবার ১৬ বছর বয়সী এক খেলোয়াড়ের তারকা দ্যুতিতে স্বাগতিক রেনের কাছে ২-১ গোলে হেরেছে প্যারিস জায়ান্টরা। বৃটানিতে ম্যাচের ৩৬ মিনিটের মাথায় এডিনসন কাভানির গোলে এগিয়ে যায় পিএসজি। কিন্তু এপ্রিলের ফ্রেন্স কাপ ফাইনালের প্রতিপক্ষ দলের হয়ে এমবায়ে নিয়াং ও রোমানিয়ার দেল ক্যাসিলোর গোলে জয়লাভ করে স্বাগতিক রেনে।

মৌসুমে এই নিয়ে টানা তৃতীয়বারের মত বিশ্বের দামী তারকা নেইমারকে ছাড়া মাঠে নেমেছিল পিএসজি। তাকে নিয়ে বার্সা-রিয়ালের মধ্যে টানাটানি চলছে। ম্যাচে এঙ্গোলায় জন্মগ্রহনকারী ১৬ বছর বয়সী এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা একাই সামাল দিয়েছেন রেনের মধ্যমাঠ। দলিয় জয়ে তিনিই পালন করেছেন মুখ্য ভূমিকা। তাকে এ সময় উপযুক্ত সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ প্লে মেকার ক্লেমেন্ট গ্রেনিয়ার।

রেনের কোচ জুলিয়ান স্টেফান খেলা শেষে বলেন, 'ক্যামাভিঙ্গা হচ্ছেন প্রথম কোনো খেলোয়াড় যে ২০০২ সালে জন্মগ্রহনের পর সবার আগে ইউরোপের শীর্ষ ৫টি লিগের একটিতে খেলার সুযোগ পেয়েছে। দলের হয়ে এপ্রিলে অভিষিক্ত হবার পর থেকে ক্রমেই উন্নতি করে যাচ্ছে সে।'

টেলিভিশন সম্প্রচারক চ্যানেল প্লাসকে স্টেফান বলেন, 'ছয় মাসের অধিক সময় ধরে ক্যামাভিঙ্গা পেশাদার দলে অনুশীলন করে আসছে। দলের সঙ্গে বেশ বালভাবেই মানিয়ে নিয়েছেন সে। আমরা খেলোয়াড়, স্টাফ ও গোটা ক্লাবের সঙ্গেই সঠিকভাবে তাকে প্রস্তুত করে তুলছি। গত মৌসুমের শেষভাগ থেকেই সে দলে কাজ করছে। মৌসুমের শুরু থেকেই সে তার দক্ষতা প্রমাণ করতে থাকে।’

মন্তব্যসাতদিনের সেরা