kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

ভারতীয় ক্রিকেটারদের 'ভুয়া' হুমকি‍!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৯ ১৬:০২ | পড়া যাবে ১ মিনিটেভারতীয় ক্রিকেটারদের 'ভুয়া' হুমকি‍!

প্রস্তুতি ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা। ছবি : টুইটার

ভারতীয় দল এখন আছে উইন্ডিজ সফরে। সামনে টেস্ট সিরিজ। ওই সিরিজের প্রস্তুতি ম্যাচের মাঝেই জন্ম হলো 'হুমকি' বিষয়ক নতুন নাটকের। গত শনিবার নাকি ভারতীয় বোর্ডের কাছে ক্রিকেটারদের প্রাণনাশের হুমকি সম্বলিত একটি ই-মেইল আসে। পরে জানা যায় সেই হুমকি আসলে ভুয়া।

অবশ্য ঘটনার সঙ্গে সঙ্গে বিসিসিআইয়ের পক্ষ থেকে সেই মেইলের কথা দূতাবাসের মাধ্যমে অ্যান্টিগায় জানানো হয়। তবে সেখানকার প্রশাসন এই হুমকি উড়িয়ে দেয়। হুমকি ভুয়া বলে প্রমাণিত হলেও ভারতীয় বোর্ড এটা নিয়ে সতর্ক থাকতে চায়। তাই নিরাপত্তা এজেন্সিকে বিষয়টি আরও খতিয়ে দেখার অনুরোধ করেছে। 

অ্যান্টিগার এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ৫ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। এর পরে খেলতে নেমে রবিবার লাঞ্চের পরে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল ১৮১ তুলে অল-আউট হয়ে যায়। ইশান্ত শর্মা, কুলদীপ যাদব এবং উমেশ যাদব ৩টি করে উইকেট নিয়েছেন। আগামী ২২ আগস্ট থেকে শুরু হবে টেস্ট সিরিজ।

মন্তব্যসাতদিনের সেরা