kalerkantho

জাতীয় দলে তরুণ ক্রিকেটার দেখতে চান ডমিঙ্গো

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৯ ১৫:১৭ | পড়া যাবে ২ মিনিটেজাতীয় দলে তরুণ ক্রিকেটার দেখতে চান ডমিঙ্গো

বেশ সাড়া জাগিয়েই বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো। দ্রুতই দায়িত্ব বুঝে নিতে তিনি বাংলাদেশে আসছেন। নতুন চাকরি নিয়ে তার বড় পরিকল্পনা রয়েছে। বাংলাদেশকে তিনি ওয়ানডের সেরা চার দলের একটিতে পরিণত করতে চান। এজন্য দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিসিবিও ডমিঙ্গোর সঙ্গে একমত। ডমিঙ্গো চান, তরুণ ক্রিকেটারদের জাতীয় দলের উপযোগী করা।

এই প্রোটিয়া কোচ বলেছেন, 'আমি দলে অবশ্যই কিছু তরুণ ক্রিকেটারকে দেখতে চাইব। খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা থাকা ভালো। এতে দল মজবুত হয়ে ওঠে। বেশ কয়েকজন সিনিয়র সদস্য আছেন দলে। সব মিলিয়ে সামনের বছর গুলোতে ছেলেদের কাজের চাপ সামলানোটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে।'

কোনো জাতীয় দলের বড় ক্রিকেটারদের সামলানো কোচদের জন্য অন্যতম প্রধান চিন্তা। সিনিয়রদের সঙ্গে বনিবনা না হলে দল ভালো করে না; চাকরিও চলে যায়। তবে ডমিঙ্গো এসব এত কঠিন করে ভাবছেন না, 'বাংলাদেশ দলে বেশ কয়েকজন বড় মাপের ক্রিকেটার আছে। তবে সবাই কিন্তু দিন শেষে মানুষ। আমিও মানুষ। আমাদের নিজেদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। সবাই যেন একই পথে হাঁটে, সেটা দেখতে হবে। সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি।'

মন্তব্যসাতদিনের সেরা