kalerkantho

এগিয়ে থেকেও রেনের কাছে পিএসজির হার

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৯ ১২:৩৪ | পড়া যাবে ১ মিনিটেএগিয়ে থেকেও রেনের কাছে পিএসজির হার

নতুন মৌসুমের শুরুতেই পিএসজিকে হারের স্বাদ দিল রেনে। লিগের দ্বিতীয় ম্যাচে এগিয়ে গিয়েও রেনের কাছে ২-১ ব্যবধানে হেরেছে নেইমারবিহীন পিএসজি। গতকাল রবিবার রাতে রেনের মাঠে ২-১ ব্যবধানে হেরেছে তারা।

ম্যাচের ৩৬তম মিনিটে ডি সিলভার বাড়ানো বল নিয়ে গোল করে পিএসজিকে এগিয়ে নেন এডিনসন কাভানি। তবে প্রথমার্ধের ৪৪ মিনিটে এমবায়ে নিয়াংয়ের গোলে সমতায় ফেরে রেনে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ঘোমাঁ দেল কাস্তিয়োর হেডে এগিয়ে যায় রেনে। ৪৮ মিনিটে রেনে এগিয়ে যাওয়ার পর বাকি সময়ে কয়েকটি সুযোগ পিএসজির সামনে এসেছিল। কিন্তু এমবাপ্পে ও কাভানি দুইজনকে রুখে দিয়েছেন রেনের গোলরক্ষক সালিন। তবে শেষ পর্যন্ত রেনের মাঠ থেকে হারের স্বাদ নিয়েই বাড়ি ফিরতে হয় টমাস টুখেলের দল।  

গত এপ্রিলেও ফরাসি কাপের ফাইনালে রেনের কাছে হারে পিএসজি।

মন্তব্যসাতদিনের সেরা