kalerkantho

প্রধান নির্বাচক ও বোলিং কোচ হিসেবে যাদের চান সরফরাজ

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৯ ০৮:৪৭ | পড়া যাবে ১ মিনিটেপ্রধান নির্বাচক ও বোলিং কোচ হিসেবে যাদের চান সরফরাজ

গত জুলাইয়ের শেষে পাকিস্তানের প্রধান নির্বাচক পদ থেকে সরে দাঁড়ান ইনজামাম-উল-হক। বোলিং কোচ আজহার মাহমুদের সঙ্গেও ‍চুক্তি নবায়ন করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। এই দুই খালি পদে নিজের পছন্দের নাম জানালেন সাবেক পাকিস্তানি পেসার সরফরাজ নওয়াজ। প্রধান নির্বাচক পদে দেশটির সাবেক লেগ-স্পিনার আবদুল কাদির এবং সাবেক পেসার আকিব জাভেদকে বোলিং কোচ হিসেবে চান তিনি।

পাকিস্তানের গণমাধ্যম ডন’কে ৭০ বছর বয়সী সরফরাজ জানান, পাকিস্তানের কোচিং স্টাফ নিজ দেশের হওয়া উচিৎ। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতার কারণে বিদেশি কোচরা দীর্ঘ সময় পাকিস্তানে থাকেন না। 

সাবেক এই সুইং কিংবদন্তি বলেন, ‘দীর্ঘ সময় ধরে বিদেশী কোচরা পাকিস্তানে থাকেন না। তদুপরি ঘরোয়া ক্রিকেটে খেলা প্রতিভাবান ক্রিকেটারদের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে খুঁজে বের করতে তারা তেমন আগ্রহী হোন না। অতএব কোনো বিদেশী কোচ পাকিস্তানের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে কাজ করতে পারেন না। আমি এ কারণেই বিশ্বাস করি, ক্রিকেটের উন্নতির জন্য প্রতিভাবান পাকিস্তানি কোচদের প্রধান, ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া উচিৎ।

মন্তব্যসাতদিনের সেরা