kalerkantho

লাদাখে স্থানীয়দের সঙ্গে ক্রিকেটে মাতলেন ধোনি

কালের কণ্ঠ অনলাইন   

১৮ আগস্ট, ২০১৯ ১৪:১২ | পড়া যাবে ১ মিনিটেলাদাখে স্থানীয়দের সঙ্গে ক্রিকেটে মাতলেন ধোনি

ক্রিকেট থেকে দুই মাসের জন্য ছুটি নিলেও ক্রিকেট ছেড়ে থাকতে পারলেন না ভারতীয় সাবেক অধিনায়ক এম এস ধোনি। প্যারাশুট রেজিমেন্টের সঙ্গে জম্মু-কাশ্মীরে ট্রেনিং করার ফাঁকেই ব্যাট হাতে নেমে পড়লেন তিনি। গতকাল শনিবার আবার ক্রিকেট খেলে খবরে উঠে এলেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় ধোনির ওই ক্রিকেট খেলার ছবি ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা গেছে, লাদাখের স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেলছেন ধোনি। 

সেই খেলার ছবি টুইট করেছে ধোনির আইপিএল দল চেন্নাই সুপার কিংস। সেখানে দলটি লেখে, 'অন্য ফিল্ড, অন্য গেম।''

এর আগে সতীর্থদের সঙ্গে ধোনিকে ভলিবল খেলতে দেখা গিয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। 

ধোনিকে সদ্য সমাপ্ত বিশ্বকাপে দেশের হয়ে খেলতে শেষ দেখা গিয়েছে। যেখানে নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে যায় ভারত। দেশে ফিরে দুই মাসের জন্য বিশ্রাম নিয়েছেন তিনি। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে যাননি তিনি। 
সূত্র : এনডিটিভি

মন্তব্যসাতদিনের সেরা