kalerkantho

আজ থেকে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শুরু

কালের কণ্ঠ অনলাইন   

১৮ আগস্ট, ২০১৯ ১৩:০৪ | পড়া যাবে ২ মিনিটেআজ থেকে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শুরু

আগামীকাল ১৯ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন। এর পাশাপাশি শুরু হবে বিপিএলের প্রস্তুতি। বিপিএলের প্রস্তুতির অংশ হিসেবে আজ রবিবার থেকে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠকে বসবে বিপিএল গভর্নিং কাউন্সিল।

জানা গেছে, আজ খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্সের মালিক পক্ষের সঙ্গে বৈঠকে বসবে বিপিএল গভর্নিং কাউন্সিল কর্মকর্তারা। এছাড়া আগামীকাল ১৯ আগস্ট ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের সাথে আলোচনায় বসবেন তারা। 

এরপর ২০ আগস্ট চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠকে বসবে বিপিএল গভর্নিং কাউন্সিল কর্মকর্তারা। একইদিন সন্ধ্যায় সিলেট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠক করবে তারা। তবে খুলনা, রংপুর, ঢাকা, রাজশাহী ও কুমিল্লার মত চুক্তির শর্ত ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে তাদের সঙ্গে বৈঠক নয়।

সিলেটের কাছে বিপিএল গভর্নিং কাউন্সিলের এক কোটি টাকা পাওনা, তার পাশাপাশি ক্রিকেটার ও কোচদের বেতন ও বাকি। সেই পাওনা শোধ করার বিষয়ে আগে সিলেট ফ্র্যাঞ্চাইজিদের সাথে কথা বলবে বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা। সিলেটকে আগে সমুদয় পাওনা পরিশোধের কথা বলা হবে। তারপরই তাদের সাথে নতুন চুক্তি-নিবন্ধনের বিষয় আসবে। তাই সিলেটের ফ্র্যাঞ্চাইজির সাথে বৈঠকের ধরণ, কথাবার্তা ও সিদ্ধান্ত- সবই ভিন্ন হবে বলে জানা গেছে। 

এর বাইরে থাকে চিটাগাং ভাইকিংস। তাদের সঙ্গে বৈঠকের প্রশ্নই আসে না। কারণ চিটাগাংয়ের পুরনো ফ্র্যাঞ্চাইজি ডিবিএল আগেই জানিয়ে দিয়েছে, তারা আর দল পরিচালনা করবে না। তবে জানা গেছে, নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলের দেওয়া বিজ্ঞপ্তিতে সাড়া দিয়েছে একটি কর্পোরেট হাউজ। তাদের সাথেই হয়তো কথা-বার্তা বলবে বিপিএল আয়োজক ও ব্যবস্থাপক প্রতিষ্ঠান।

মন্তব্যসাতদিনের সেরা