kalerkantho

টেস্ট খেলা শিখতে ব্রায়ান লারার ক্লাসে উইন্ডিজ দল

কালের কণ্ঠ অনলাইন   

১৭ আগস্ট, ২০১৯ ১৫:৪৪ | পড়া যাবে ২ মিনিটেটেস্ট খেলা শিখতে ব্রায়ান লারার ক্লাসে উইন্ডিজ দল

টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে উইন্ডিজ। এবার পালা টেস্ট সিরিজের। ২২ আগস্ট থেকে শুরু হতে চলা এই সিরিজ দিয়েই আইসিসি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের সূচনা করবে দুই দল। টেস্টে আবার পুরনো আধিপত্য ফিরিয়ে আনতে মরিয়া ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। তাই দলের মধ্যে টেস্ট খেলার মানসিকতা ফেরাতে দায়িত্ব দেওয়া হলো কিংবদন্তি ব্রায়ান লারা ও রামনরেশ সারওয়ানের ওপর।

রবিবার থেকেই অ্যান্টিগায় টেস্টের অনুশীলন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ক্রিকেটারদের সঙ্গে নিজেদের টেস্ট খেলার অভিজ্ঞতার কথা জানাবেন লারা ও সারওয়ান। এ ছাড়াও টেস্ট খেলার মানসিকতা কী রকম হওয়া উচিত, কী ধরনের টেকনিক মেনে খেলা উচিত, তা নিয়েও কাজ করবেন তারা। এই দুই সাবেক কিংবদন্তি প্রস্তাবে রাজি হওয়ায় খুশি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তারা এবার দলের থেকে ভিন্ন কিছু আশা করছেন।

টিম ডিরেক্টর জিমি অ্যাডামস বলেছেন, 'দলে তরুণদের ভিড়। সবাই প্রতিভাবান। লারা ও সারওয়ানের প্রশিক্ষণ পেলে ওদের আরও পরিণত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এ বছর ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ খেলেছে এই দল। ভারতের মতো শক্তিশালী দল দেখে ক্রিকেটারেরা যেন ভয় না পায়, লারা ও সারওয়ান সেটাই পর্যবেক্ষণ করবে। তাদের নিজেদের অভিজ্ঞতার কথা জুনিয়রদের শোনালেও অনেক লাভ হতে পারে।'

মন্তব্যসাতদিনের সেরা