kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

সিরিজ জিততে মরিয়া ভারত, উইন্ডিজের লক্ষ্য সমতা

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৯ ১৭:২৯ | পড়া যাবে ১ মিনিটেসিরিজ জিততে মরিয়া ভারত, উইন্ডিজের লক্ষ্য সমতা

আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছ সফরকারী ভারত ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করাই লক্ষ্য ভারতের। পক্ষান্তরে ওয়েস্টই ন্ডিজ চায় সমতা। পোর্ট অব স্পেনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ওয়ানডেটি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে লড়াইয়ে নামে ভারত। ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেস্তে যায়। তবে দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ৫৯ রানে জয় পায় টিম ইন্ডিয়া।

পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৯ রান করে ভারত। ১২৫ বলে ১৪টি চার ও ১টি ছক্কায় ১২০ রান করেন কোহলি।

জবাবে ২১০ রানেই গুটিয়ে গিয়ে ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে ৪৬ ওভারে ২৭০ রানের টার্গেট পেয়েছিলো ক্যারিবীয়রা। দলের পক্ষে এভিন লুইস সর্বোচ্চ ৬৫ রান করেন। ভারতের ভুবেনশ্বর ৩১ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন ভারতের কোহলি।

মন্তব্যসাতদিনের সেরা