kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

কোহলির ৪২তম সেঞ্চুরি; ভাঙল মিয়াঁদাদের বিশ্বরেকর্ড

কালের কণ্ঠ অনলাইন   

১২ আগস্ট, ২০১৯ ১৫:৩২ | পড়া যাবে ১ মিনিটেকোহলির ৪২তম সেঞ্চুরি; ভাঙল মিয়াঁদাদের বিশ্বরেকর্ড

সেঞ্চুরির পর কোহলির উদযাপন। ছবি : এএফপি

উইন্ডিজ সফরে স্বরূপে দেখা দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপে সেঞ্চুরি পাননি। টি-টোয়েন্টিতেও সেই সুযোগ হারিয়েছেন। ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় আরও দুই দিন কোহলি সমর্থকদের অপেক্ষা করতে হয়। কিন্তু পোর্ট অব স্পেনে অধিনায়ক ফিরলেন তার প্রিয় মেজাজে। 

কোহলি গতকাল খেলেছেন ১২৫ বলে ১২০ রানের দুর্দান্ত এক ইনিংস। যাতে ছিল ১৪টি চার ও একটি ছক্কা। এটি তার ক্যারিয়ারের ৪২তম সেঞ্চুরি। একইসঙ্গে তিনি ভেঙেছেন জাভেদ মিয়াঁদাদের রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান কিংবদন্তির রেকর্ড ভাঙতে কোহলি সময় নিয়েছেন ৩৪ ইনিংস। 

এই ম্যাচে ১৯ রান করলে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে যাওয়ার সুযোগ ছিল কোহলির। শনিবার রাত পর্যন্ত ১৯১২ রান ছিল কোহলির দখলে। বুধবার ১২০ রান করায় ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে সব চেয়ে বেশি রানের (২০৩২) মালিক হয়ে গেলেন বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটসম্যান।

মন্তব্যসাতদিনের সেরা