kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

গাঙ্গুলীকে টপকে গেলেন কোহলি

কালের কণ্ঠ অনলাইন   

১২ আগস্ট, ২০১৯ ১৫:১৫ | পড়া যাবে ১ মিনিটে



গাঙ্গুলীকে টপকে গেলেন কোহলি

ছবি : এএফপি

গতরাতে ওয়েস্ট ইন্ডিজের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১২৫ বলে ১২০ রানের নান্দনিক ইনিংস খেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই ইনিংসের কল্যাণে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে টপকে ওয়ানেডেতে এখন সবচেয়ে বেশি রানের মালিক হলেন তিনি।

২৩৮ ম্যাচের ওয়ানডেতে কোহলির রান এখন ১১৪০৬। গাঙ্গুলীর সংগ্রহ ৩১১ ওয়ানডেতে ১১৩৬৩ রান। এই তালিকায় সবার উপরে আছেন ভারতের শচীন টেন্ডুলকার। ৪৬৩ ম্যাচে ১৮৪২৬ রান নিয়ে বিশ্বের সর্বোচ্চ রানের মালিক ভারতের 'ক্রিকেট ঈশ্বর'। আর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রানের দিক দিয়ে অষ্টমস্থানে রয়েছেন কোহলি।

উল্লেখ্য, বিরাট কোহলির সেঞ্চুরি, ভুবনেশ্বরের ৪ উইকেটের সুবাদে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে হারিয়ে ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বুধবার তৃতীয় তথা শেষ ম্যাচই হয়ে গেল সিরিজ নির্ধারণী ম্যাচ।

মন্তব্য



সাতদিনের সেরা