kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

আজ জাভেদ মিয়াঁদাদের রেকর্ড ভেঙ্গে দেবেন কোহলি

কালের কণ্ঠ অনলাইন   

১১ আগস্ট, ২০১৯ ১৬:০০ | পড়া যাবে ২ মিনিটেআজ জাভেদ মিয়াঁদাদের রেকর্ড ভেঙ্গে দেবেন কোহলি

ছবি : এএফপি

পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের রেকর্ড ভেঙে দেওয়ার পথে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আজ রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আর মাত্র ১৯ রান করলেই পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদকে টপকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন ভারত অধিনায়ক। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ ইনিংসে মিয়াঁদাদের রান ১৯৩০। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিয়াঁদাদ শেষ ওয়ানডে খেলেছিলেন ১৯৯৩ সালে। ২৬ বছর বাদে সেই রেকর্ড ভাঙার মুখে কোহলে। কোহলি যদি আজ এই রান টপকে যেতে পারেন, তাহলে তার ইনিংস সংখ্যা হবে ৩৪। সিরিজের প্রথম ওয়ানডেতে কোহলি ব্যাট করার সুযোগ পাননি। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নামার পরে মাত্র ১৩ ওভার হতেই বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়।

টি-টোয়েন্টি সিরিজে সহজেই ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ভারত। যার পরে দলের নতুন মুখদের যথেষ্ট প্রশংসা করেছিলেন কোহলি। বিশেষ করে চাহার ভাতৃদ্বয় পেসার দীপক চাহার এবং লেগস্পিনার রাহুল চাহারের। তবে ওয়ানডে সিরিজে তারা কেউ দলে নেই। পোর্ট অব স্পেনের বাইশ গজে গত ১০ বছরে স্পিনাররাই সাহায্য পেয়ে এসেছেন। ২০১০ সালের পর থেকে এই মাঠে স্পিনারদের বোলিং গড় ২৭.৪০, পেসারদের ৩১.১২।

মন্তব্যসাতদিনের সেরা