kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন নারিন ও পোলার্ড

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জুলাই, ২০১৯ ১০:৫১ | পড়া যাবে ২ মিনিটেওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন নারিন ও পোলার্ড

আগামী ৩ আগস্ট থেকে মাঠে গড়াবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার সিরিজ। এ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেলেন দুই তারকা ক্রিকেটার কাইরন পোলার্ড ও সুনিল নারিন। তাদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে।

দল ঘোষণা করে এক আনুষ্ঠানিক বার্তায় ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের বর্তমান নির্বাচক প্রধান রবার্ট হেইনস জানান, ‘আমরা মনে করি নারিন এবং পোলার্ডের মতো খেলোয়াড়রা সারাবিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ খেলেছে এবং তারা বর্তমানেও খেলার জন্য ফিট। তাই তাদের আবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার জন্য সুযোগ দেওয়া উচিৎ।’

 গত বছরের নভেম্বরে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন পোলার্ড। আর নারিনের জন্য বিরতিটা প্রায় দুই বছরের।

তিনি আরো বলেন, ‘এখন শুধু ভারত সিরিজের কথা ভাবলেই হবে না। আমরা আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেছি। সেটির জন্য সঠিক কম্বিনেশনের খেলোয়াড় প্রস্তুত করাই এখন আমাদের লক্ষ্য। যাতে আমরা শিরোপা ধরে রাখতে পারি।’

আগামী ৩ আগস্ট ফ্লোরিডায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরে ৩০ আগস্ট পর্যন্ত ৩টি ওয়ানডে ও ২টি টেস্টে স্বাগতিকদের বিপক্ষে লড়বে ভারত।

মন্তব্যসাতদিনের সেরা