kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিংয়ের সাতে উঠতে চায় শ্রীলঙ্কা!

কালের কণ্ঠ অনলাইন   

২২ জুলাই, ২০১৯ ২০:০২ | পড়া যাবে ২ মিনিটেবাংলাদেশকে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিংয়ের সাতে উঠতে চায় শ্রীলঙ্কা!

কলম্বোতে অনুশীলনে বাংলাদেশ দল। ছবি : বিসিবি

নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে র‌্যাংকিংয়ে উন্নতি ঘটাতে চায় শ্রীলঙ্কা। আগামী ২৬, ২৮ এবং ৩১ জুলাই সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে বর্তমানে সপ্তম স্থানে আছে বাংলাদেশ, অষ্টম স্থানে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা দল নির্বাচক কমিটির চেয়ারম্যান অশান্থা ডি মেল বলেন, 'এই সিরিজে আমাদের মূল লক্ষ্য হবে র‌্যাংকিংয়ে আমাদের উন্নতি ঘটানো। আমরা আছি আট নম্বরে, বাংলাদেশ সাত নম্বরে। এই মুর্হূতে আমরা যেখানে আছি সেখান থেকে এক ধাপ উন্নতি ঘটাতে হলে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে হবে। এই মুহূর্তে আমাদের লক্ষ্য র‌্যাংকিংয়ে এক ধাপ অগ্রগতি।'

আসন্ন সিরিজের কথা উল্লেখ করে তিনি বলেন, 'একটা সময় ছিল যখন আমরা র‌্যাংকিংয়ে পাঁচ-এর নিচে ছিলাম না। আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত ধীরে ধীরে আমাদের অবস্থানের উন্নতি ঘটানো।'

ইংল্যান্ডের মাটিতে শেষ হওয়া বিশ্বকাপে শ্রীলঙ্কা ষষ্ঠ ও বাংলাদেশ অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। যে কারণে কোন দলই সেমিফাইনাল খেলতে পারেনি। তাই ভবিষ্যত পুনর্গঠন শুরুর জন্য আসন্ন সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সিরিজের জন্য দলের ব্যাপক পরিবর্তন এনেছে লঙ্কানরা। বিশ্বকাপের দল থেকে অনেকেই বাদ পড়েছেন, সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। অন্যদিকে এই সিরিজে বাংলাদেশ পাচ্ছে না সাকিব, মাশরাফি, লিটন, সাইফউদ্দিনদের মতো গুরুত্বপূর্ণ তারকাদের।

মন্তব্যসাতদিনের সেরা