kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

রিয়াল তারকাকেই সেরা ডিফেন্ডার বললেন নেইমার

কালের কণ্ঠ অনলাইন   

২২ জুলাই, ২০১৯ ১৬:৩৭ | পড়া যাবে ১ মিনিটেরিয়াল তারকাকেই সেরা ডিফেন্ডার বললেন নেইমার

ক্যারিয়ারের এ পর্যন্ত ব্রাজিল সুপারস্টার নেইমার যেমন বার্সেলোনার মতো শীর্ষ ক্লাবে খেলেছেন, তেমনি মুখোমুখি হয়েছেন দুর্দান্ত সব প্রতিপক্ষের। যাদের মুখোমুখি হয়েছেন তাদের মধ্যে ডিফেন্ডার হিসেবে রিয়াল মাদ্রিদের সার্জিও রামোসকে সেরা মনে করেন পিএসজির ফরোয়ার্ড নেইমার। বার্সেলোনায় খেলার সময় অনেকবারই রিয়াল অধিনায়কের মুখোমুখি হতে হয়েছে তাকে। রামোসকেই সবচেয়ে কঠিন ডিফেন্ডার মনে হয়েছে নেইমারের কাছে।

এক সাক্ষাতকারে নেইমার জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা, 'যাদের বিপক্ষে আমি খেলেছি, তার মধ্যে সের্হিও রামোস সেরা। সে দুর্দান্ত একজন সেন্টার-ব্যাক। আরও ভালো যে সে গোলও করতে পারে।' 

সার্জিও রামোস। ছবি : ইন্টারনেট

গত বছর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তরুণ ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়রকে নিয়ে নিজের আশাবাদের কথাও জানান নেইমার। তিনি বলেন, 'সে তরুণ উদ্যমী একজন খেলোয়াড়। সময়ের সঙ্গে সে অবিশ্বাস্য একজন খেলোয়াড় হয়ে উঠতে পারে। আমি তো মনে করি, সে একসময় বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠবে এবং ব্যালন ডি’অরের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। সে যেখানে থাকতে চায় সেখানেই থাকবে।'

মন্তব্যসাতদিনের সেরা