kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

বিয়ের পাঁচ বছর পরই সংসার ভাঙছে নোভাক জোকোভিচের?

কালের কণ্ঠ অনলাইন   

২২ জুলাই, ২০১৯ ১৬:৩২ | পড়া যাবে ২ মিনিটেবিয়ের পাঁচ বছর পরই সংসার ভাঙছে নোভাক জোকোভিচের?

ফাইল ছবি।

সম্প্রতি শ্বাসরুদ্ধকর ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জোকোভিচ। ফাইনাল চলাকালীন সময়ে জোকোভিচের স্ত্রী গ্যালারিতে অনুপস্থিত ছিলেন। আর এর ফলেই প্রশ্ন উঠছে তাহলে কী নোভাক জোকোভিচের বিয়ে ভাঙছে?‌ স্ত্রী জেলিনার সঙ্গে সম্পর্ক তলানিতে?‌ ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে সার্বিয়ানের?

এমনিতে জোকোভিচ দাবি করেন তার জীবনের মূল স্তম্ভই জেলিনা। তিনি কোর্টে মানেই উৎসাহ দিতে পৌঁছে যান তার স্ত্রী। গতবার উইম্বলডন চলাকালীন জেলিনার পোস্টেও ছিল গভীর প্রেমের ঝলক, ‘‌থ্যাঙ্ক ইউ মাই লাভ। আমাদের জীবনে আরো খুশি নিয়ে এসো তুমি।’ কিন্তু সেই জেলিনাই গত রবিবার উইম্বলডনে ঐতিহাসিক ফাইনালে রজার ফেদেরারকে হারানোর দিনে উপস্থিত থাকার প্রয়োজন মনে করেননি!‌ 
 
জেলিনার উনুপস্থিতির কোনো যুক্তি দেখাতে পারেননি জোকোভিচ। শুধু বলেছেন, ‘‌আমার স্ত্রী এই মুহূর্তে লন্ডনের বাড়িতে আছে মেয়ে তারাকে নিয়ে।’‌ ‌আর ঐতিহাসিক ম্যাচ জিতে পরে জোকোভিচ বলেন, ‘‌গ্যালারিতে আমার ছেলে স্টিফান আর বাবা–মা ছিল বলে জয়টা আরো স্পেশাল মনে হচ্ছে।’‌ 

কিন্তু জোকোভিচ যতোই জেলিনার নাম এড়িয়ে যান, সূত্রের খবর পাঁচ বছরের বিবাহিত জীবনে সমস্যার মেঘ ঘনীভূত। আগের জায়গায় নেই সম্পর্কটা। সমস্যার কারণ কী, তা অবশ্য জানা যাচ্ছে না। তবে কিছু একটা হয়েছে, আর তা যেমন–তেমন নয়, জেলিনা আর জোকোভিচের আচরণেই স্পষ্ট।

মন্তব্যসাতদিনের সেরা