kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

নিজেকে ভাগ্যবান মনে করেন টিম পাইন

কালের কণ্ঠ অনলাইন   

২২ জুলাই, ২০১৯ ১২:৪৩ | পড়া যাবে ৩ মিনিটেনিজেকে ভাগ্যবান মনে করেন টিম পাইন

আড়াই বছরের মেয়ের সঙ্গে টিভি দেখছিলেন স্টিভ ওয়াহ। অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার ফোনটা পান তখনই। রিকি পন্টিং নেতৃত্ব পাওয়ার খবর পেয়েছিলেন টেলিভিশনের একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময়। টিম পাইনের ব্যাপারটা এত মধুর ছিল না। কেপটাউন টেস্টে বল বিকৃতি-কাণ্ডে তখন টালমাটাল অস্ট্রেলিয়ান ক্রিকেট। নেতৃত্ব হারিয়েছেন স্টিভেন স্মিথ। ডেভিড ওয়ার্নারের সঙ্গে হয়েছেন নিষিদ্ধও।

অস্ট্রেলিয়ার বেসামাল তরি দক্ষ হাতে টেনে ধরার প্রস্তাব তখনই পান পাইন। উপলক্ষটা উদযাপনের উপায় ছিল না। অ্যাশেজ শুরুর আগে সেই মুহূর্তটার কথা ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে জানালেন পাইন, ‘তখনকার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানালেন অস্ট্রেলিয়ার ৪৬তম টেস্ট অধিনায়ক আমি। নেতৃত্ব নেওয়ার জন্য মুখিয়ে ছিলাম না। কিন্তু তখন মনে হচ্ছিল, কাজটা করতেই হবে।’

অথচ টিম পাইনের ক্যারিয়ার শেষ হতে পারত অধিনায়ক হওয়ার বছরখানেক আগে। ২০১০ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে অভিষেক তাঁর। সে বছর খেলা চার টেস্টের ইনিংসগুলো ৭, ৪৭, ১৭, ৩৩, ৯২, ৯, ৫৯ ও ২৩। রিকি পন্টিং, মাইকেল হাসি, মাইকেল ক্লার্কদের মতো তারকাদের দলে এমন পারফরম্যান্সে টিকে থাকা কঠিন। চার টেস্ট পর বাদ পড়েন পাইনও। এরপর টেস্ট দলের বাইরে টানা সাত বছর। নিজের ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছিলেন পাইন। রাজ্য দল তাসমানিয়া প্রস্তাব দেয় এক বছরের চুক্তির। একই সময়ে অস্ট্রেলিয়ার বল প্রস্তুতকারক কম্পানি কোকাবুরা চাকরির প্রস্তাব দেয় পাইনকে।

এর আগে ফোন দেন রিকি পন্টিংকে। খরুচে শহর মেলবোর্নের বদলে ব্রাইটনে খুঁজে দিতে বলেন বাড়ি। পাইনকে কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দেন অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি। তাঁর সুপারিশে তাসমানিয়া চুক্তির প্রস্তাব দেয় দুই বছরের। লুফে নেন পাইন। বাকিটা ইতিহাস। সাত বছর পর ২০১৭ সালে ফেরেন টেস্ট দলে। এক বছর পরই দলের অধিনায়ক। এ জন্য নিজেকে ভাগ্যবান মনে করেন এই উইকেটরক্ষক, ‘রিকি পন্টিংকে ফোন না দিলে অন্য রকম হতে পারত জীবনটা। সত্যি, ভাগ্যবান আমি।’

অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গারের বিপক্ষে একটা সময় শেফিল্ড শিল্ডে খেলেছেন পাইন। সেই ল্যাঙ্গারও কোচ হওয়ার সময় দ্বিধায় ছিলেন পাইনকে নিয়ে, ‘আমি দায়িত্ব নেওয়ার সময় পাইন টেস্ট অধিনায়ক। মনে হচ্ছিল ও ভালো ক্রিকেটার, তাই বলে অস্ট্রেলিয়ার অধিনায়ক! ওটা আমার সত্যিকারের ভাবনা। তবে ওর সঙ্গে কাজ করে মুগ্ধ আমি।’ ক্রিকেট অস্ট্রেলিয়া

মন্তব্যসাতদিনের সেরা