kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

আত্মীয় হচ্ছেন সানিয়া মির্জা-আজহারউদ্দিন!

কালের কণ্ঠ অনলাইন   

২১ জুলাই, ২০১৯ ১৪:৪১ | পড়া যাবে ২ মিনিটেআত্মীয় হচ্ছেন সানিয়া মির্জা-আজহারউদ্দিন!

এবার সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন সানিয়া মির্জা-মোহম্মদ আজহারউদ্দিন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও দেশের এক নম্বর টেনিস সুন্দরী সানিয়া মির্জা এবার পরস্পরের আত্মীয় হতে চলেছেন। গত বেশ কয়েক মাস ধরে একসঙ্গে দেখা যাচ্ছে আজহারের ছেলে আসাদ ও সানিয়ার বোন আনম মির্জাকে। দুজনের সম্পর্কের কথাও এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে। জানা যাচ্ছে, আসাদ ও আনাম এবার বিবাহসূত্রে আবদ্ধ হতে চলেছেন। আর সেই সূত্রে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হবেন আজহার ও সানিয়া।

বছর তিনেক আগে ২০১৬ সালের ১৮ নভেম্বর হায়দরাবাদের আকবর রশিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেনা সানিয়া মির্জার বোন আনম। ঝাঁ চকচকে ছিল বিয়ের আসর। খেলা ও বলিউড জগতের একাধিক তারকাকেক দেখা গিয়েছিল বিয়ের আসরে। সানিয়া নিজেও বোনের বিয়ে নিয়ে প্রচণ্ড উত্সাহী ছিলেন। কিন্তু সেই বিয়ে টিকল না। বছর দেড়েকের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল রশিদ ও আনমের। তার পরই আনমের জীবনে আসেন আজহার-পুত্র আসাদ। প্রথমে বন্ধুত্ব, তার পর প্রেম। এখন সেই সম্পর্কের ভিত শক্ত হয়েছে বলে দুজনে গাঁটছড়া বাঁধতে চাইছেন।

সানিয়ার থেকে আনম সাত বছরের ছোট। পেশায় ফ্যাশন ডিজাইনার। তাঁর সংস্থার ব্র্যান্ড আম্বাসাডর সানিয়া মির্জা। আনামের সংস্থার বিভিন্ন ইভেন্ট হলে হাজির থাকেন সানিয়া। জানা যায়, রশিদের সঙ্গে বিয়ে ভাঙার পর বিষন্ন হয়ে পড়েছিলেন আনম। কাজ নিয়েই থাকতেন। আসাদ জীবনে আসায় নতুন করে উদ্যম পেয়েছেন আনম। তাই দুই পরিবারের তরফেও এই বিয়েতে নাকি কোনও আপত্তি নেই। এরই মধ্যে আসাদ আবার একদিন আনামের সঙ্গে ছবি দিয়ে লেখেন- উইথ মাই বেটার হাফ। আর্থাত্, নিয়ম মেনে বিয়েটাই যা বাকি! মনে মনে দুজনে এক হয়েই গিয়েছেন! জিনিউজ

মন্তব্যসাতদিনের সেরা