kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

ভারত ছেড়ে ইউরোপের ক্লাবে সই করলেন সোনি নর্ডি

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুলাই, ২০১৯ ১১:৫৯ | পড়া যাবে ১ মিনিটেভারত ছেড়ে ইউরোপের ক্লাবে সই করলেন সোনি নর্ডি

আজারবাইজানের ক্লাব জিরা এফসিতে নতুন ইনিংস শুরু করলেন সোনি নর্ডি। আপাতত তিন বছরের চুক্তিতে বাকুর ক্লাবে সই করলেন তিনি। তবে সোনি জানিয়ে রেখেছেন, এই ক্লাবে খুশি না হলে চুক্তি ভেঙে মাঝপথে বেরিয়ে আসতে পারেন তিনি। 

২০১৭-১৮ মৌশুমে উয়েফা ইউরোপা লিগে খেলেছিল ক্লাব জিরা এফসি।

জানা গেছে, ভারতের মোহনবাগান ক্লাবের জার্সিতে ধারাবাহিক সফলতা পেলেও গত বছর ব্যর্থতাই সঙ্গী ছিল সোনি নর্ডির। প্রাথমিকভাবে এবার সোনিকে দলে রাখেননি ক্লাব কর্মকর্তারা। এমনকি ক্লাবটির নতুন স্প্যানিশ কোচ কিব ভিকুনার পরিকল্পনাতেও প্রাথমিকভাবে ছিলেন না সোনি। এ কারণে নতুন মৌশুমের শুরুতেই মোহনবাগানের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়।

আরো জানা গেছে, আইএসএলে বেশ কয়েকটি ক্লাবে অফার থাকলেও শেষ পর্যন্ত ইউরোপের ক্লাবকেই বেছে নেন সোনি নর্ডি।

মন্তব্যসাতদিনের সেরা