kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

'নিউজিল্যান্ডের সবচেয়ে ঘৃণিত বাবা জেরার্ড স্টোকস'

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুলাই, ২০১৯ ১৭:১৭ | পড়া যাবে ২ মিনিটে'নিউজিল্যান্ডের সবচেয়ে ঘৃণিত বাবা জেরার্ড স্টোকস'

রবিবারের বিশ্বকাপ ফাইনালে এক মধুর সমস্যায় পড়েছিল স্টোকস পরিবার। নিউজিল্যান্ডের নাগরিক জেরার্ড স্টোকস আর ডোবেরাহ স্টোকসের একমাত্র সন্তান ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলছেন। ফাইনালে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচের আগে ছেলেকে বাদ দিয়ে নিজের দেশ নিউজিল্যান্ডকেই সমর্থন দেওয়ার ঘোষণা দেন জেরার্ড স্টোকস। কিন্তু কিউইদের হৃদয় ভেঙে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় বেন স্টোকসের ইংল্যান্ড। এরপর থেকেই নাকি জেরার্ডকে 'নিউজিল্যান্ডের সবচেয়ে ঘৃণিত বাবা' বলা হচ্ছে।

লর্ডসের গ্যালারিতে বসে গতকাল ফাইনাল ম্যাচ দেখেছেন স্টোকস দম্পতি। তাদের ছেলের ৮৪ রানে ভর করে ম্যাচটা শেষ বল পর্যন্ত টেনে নিতে পেরেছে ইংল্যান্ড। সুপার ওভারে ইংল্যান্ড যে ১৫ রান করেছে, তার মধ্যে ৮ রানই স্টোকসের। ম্যাচ শেষে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম ওয়ান নিউজকে দেওয়া সাক্ষাতকারে একটু রসিকতা করেই জেরার্ড বলেন, 'দু-একজন বলেছে, এ মুহূর্তে আমি নিউজিল্যান্ডের সবচেয়ে ঘৃণিত বাবা। তবে কেউ সীমা ছাড়িয়ে যায়নি বলেই মনে হয়।'

জেরার্ড কৌতুক করলেও তার স্ত্রী ডোবেরাহ কিউইদের পরাজয়ে খুব কষ্ট পেয়েছেন। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েছিলেন। একইসঙ্গে তিনি ছেলের বিশ্বকাপ জয়ের জন্য গর্বিত। ডোবেরাহ বলেন, 'খেলা শেষে খুব কেঁদেছি। ব্ল্যাক ক্যাপসের জন্য খারাপ লেগেছে। এটা ড্র হলে সবচেয়ে ভালো হতো। তবে বেনের জন্য আনন্দে আত্মহারা হলেও আমি এখনো নিউজিল্যান্ডেরই সমর্থক। এটা আমার দেখা অন্যতম সেরা ক্রিকেট ম্যাচ। নাটকীয় সব রকম উপাদানই ছিল। বাউন্ডারির আইন এত গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি। শিরোপাটা ভাগ করে নেওয়া যেত।'

মন্তব্যসাতদিনের সেরা