kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

কমলাপুরে জেএফএ কাপের চূড়ান্ত পর্ব শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক   

১২ জুলাই, ২০১৯ ১০:১১ | পড়া যাবে ১ মিনিটেকমলাপুরে জেএফএ কাপের চূড়ান্ত পর্ব শুরু আজ

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের চূড়ান্ত পর্ব। আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলার পর প্রতি গ্রুপ থেকে দুটি সেরা দল খেলবে সেমিফাইনালে।

গতকাল এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘এটা আমাদের প্রতিভা বাছাইয়ের টুর্নামেন্ট। প্রথম পর্বে কিছু খেলোয়াড়কে চিহ্নিত করা হয়েছে। এখন চূড়ান্ত পর্বেও তাদের পারফরম দেখে বাছাই করা হবে। আশা করি, ভালো কিছু প্রতিভা আমরা পাব এই টুর্নামেন্ট থেকে।’ জাপান ফুটবল ফেডারেশনের অর্থ সহায়তায় টুর্নামেন্টের প্রথম পর্ব শুরু হয় ১৭ জুন। ৩৯ দলকে নিয়ে দেশের ছয় ভেন্যুতে খেলা হয়েছে। দল সংখ্যা বেশি হলেও তারা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে কম। বেশির ভাগ দলই এক ম্যাচ খেলে ছিটকে গেছে। অর্থাভাবের কারণে বাফুফে ম্যাচ সংখ্যা বাড়াতে পারেনি। টাঙ্গাইল-ঠাকুরগাঁও জেলার ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে আট দলের চূড়ান্ত পর্ব। আগামী ১৮ জুলাই হবে দুটি সেমিফাইনাল, পরদিনই হবে ফাইনাল।

মন্তব্যসাতদিনের সেরা