kalerkantho

শনিবার । ২০ জুলাই ২০১৯। ৫ শ্রাবণ ১৪২৬। ১৬ জিলকদ ১৪৪০

বিজ্ঞাপনে ৮৭ বছরের 'যুবতী' ‌চারুলতা

কালের কণ্ঠ অনলাইন   

১১ জুলাই, ২০১৯ ২১:১১ | পড়া যাবে ২ মিনিটেবিজ্ঞাপনে ৮৭ বছরের 'যুবতী' ‌চারুলতা

ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাটে বলে সেরা সাকিব আল হাসান আর গ্যালারিতে সেরা ভারতীয় সমর্থক সেই চারুলতা। যার কাছে হার মেনেছে বয়সের বাধা। কখনো দম নিয়ে ভেঁপু বাজাচ্ছেন, তো কখনো রোহিত শর্মার সেঞ্চুরির পর হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। এমন পারফের্মে ভর করেই যে তিনি সেরাদের সেরা।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে হুইল চেয়ারে বসে ভারতকে সমর্থন করেছিলেন ৮৭ বছরের চারুলতা প্যাটেল। এক কথায় ইংল্যান্ড বিশ্বকাপে গ্যালারির নায়িকা ৮৭ বছরের 'যুবতী' এই বৃদ্ধা। এবার এই নায়িকাকে বেচে নিল এক বহুজাতিক কেম্পানি।  চারুলতার এই নজরকাড়া জনপ্রিয়তাকে কাজে লাগাতে পেপসির বিজ্ঞাপনের নতুন মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে তাকে। প্রাণশক্তিতে ভরপুর আশির গণ্ডি পেরুনো এই 'যুবতী'কে এবার দেখা যাবে পেপসির ডিজিটাল প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে। 

পেপসির এই বিজ্ঞাপনের মূল বার্তা, 'বয়স ৮৭ বছর হলেও এক ভক্তের ক্রিকেটের প্রতি ভালোবাসা অটুট।'

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে পেপসির এক মুখপাত্র জানায়, ক্রেতাদের পছন্দ-অপছন্দ জানতে প্রতিনিয়তই পরীক্ষা-নিরীক্ষা করে কম্পানি। স্টাইলের সঙ্গে প্রাণ খুলে বাঁচাকেই আমরা গুরুত্ব দিই। এবার পেপসির চোখ দিয়ে প্রাণবন্ত চারুলতা দেবীর 'সোয়্যাগ' ফুটিয়ে তোলা হবে।

মন্তব্যসাতদিনের সেরা