kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

ধোনি নিউজিল্যান্ড দলে খেলার যোগ্য নন : উইলিয়ামসন

কালের কণ্ঠ অনলাইন   

১১ জুলাই, ২০১৯ ১৯:১৫ | পড়া যাবে ২ মিনিটেধোনি নিউজিল্যান্ড দলে খেলার যোগ্য নন : উইলিয়ামসন

ছবি : এএফপি

নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হলেও এখনও অবসর ঘোষণা দেননি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গতকাল রিজার্ভ ডের ম্যাচের মাঝেই জল্পনা চলছিল, কবে অবসর নেবেন ধোনি? বিশ্বকাপ অভিযান শেষের রাতেই? ১৮ রানে হারের পর সরাসরি অধিনায়ক বিরাট কোহলিকেও সেই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন সাংবাদিকরা। এই প্রসঙ্গ যখন নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সামনে এল, তখন তাঁর জবাবে উঠল হাসির রোল। 

এক সাংবাদিক কেন উইলিয়ামসনকে প্রশ্ন করেন, 'আজ আপনি ভারতের অধিনায়ক হলে চূড়ান্ত একাদশে কি আপনি ধোনিকে রাখতেন?' জবাবে কেন বলেন, 'তিনি নিউজিল্যান্ডের হয়ে খেলার যোগ্য নন।' এই কথা বলার পরেই গোটা ঘরে হাসি। হাসি থামার পর উইলিয়ামসন আরও বলেন, 'কিন্তু তিনি বিশ্বমানের খেলোয়াড়।'

ব্যখ্যা করে কিউই ক্যাপ্টেন বলেন, 'আমি ক্যাপটেন হলে? হ্যাঁ, এমন স্তরে তার অভিজ্ঞতা আর বর্তমান পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আর বর্তমান এবং অতীতে তার অবদানও খুব খুব গুরুত্বপূর্ণ। আজ জাদেজার সঙ্গে তার পার্টনারশিপও খুবই মূল্যবান ছিল। উনি কি দেশ বদল করতে চাইছেন? কারণ সে ক্ষেত্রে আমাদেরও নির্বাচনের বিষয়ে বিবেচনা করতে হবে!'

নিউজিল্যান্ডের বিপক্ষে সেমি ফাইনালে ধোনি হাফ সেঞ্চুরি করে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ভারতকে ম্যাচে হারতে হয়েছে। ৭ নম্বরে নেমেও জাদেজার সঙ্গে ১১১ রানের পার্টনারশিপ গড়ে তুলে ম্যাচটাকে লড়াইয়ের জায়গায় নিয়ে গিয়েছিলেন এক সময়ের 'ক্যাপ্টেন কুল'। তবে শেষরক্ষা হয়নি। নিউজিল্যান্ডের অধিনায়কও স্বীকার করে নিয়েছেন, 'জাদেজা ও ধোনি যেভাবে মারছিল, তাতে মনে হয়েছিল ওরা জিতে যাবে। তবে আমাদের ফিল্ডাররা দারুণ পারফর্মেন্স দেখিয়েছে।'

মন্তব্যসাতদিনের সেরা