kalerkantho

মঙ্গলবার। ১৬ জুলাই ২০১৯। ১ শ্রাবণ ১৪২৬। ১২ জিলকদ ১৪৪০

ক্রিকেট থেকে এখনই সরে দাঁড়াতে চান না যুবরাজ

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৯ ১৭:৫৯ | পড়া যাবে ১ মিনিটেক্রিকেট থেকে এখনই সরে দাঁড়াতে চান না যুবরাজ

যুবরাজ মানেই ক্রিকেটের অসাধারণ এক অধ্যায়। যুবরাজ মানেই অনেকের কাছে যুদ্ধ জয়ের অঘোষিত নায়ক। ২০০৭ সালে ইংল্যান্ড বোলার স্ট্রুয়াট ব্রডকে ৬ বলে ৬ ছক্কা মারা ভারতের সেই নায়ক সম্প্রতি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। 

তবে অবসর ঘোষণার সময় যুবরাজ সিং স্পষ্টই জানান যে, বিদেশের মাটিতে টি-টোয়েন্টি লীগ চালিয়ে যেতে চান। তাই বিদেশে টি-টোয়েন্টি লীগ খেলার জন্য ভারতীয় বোর্ডের অনুমতি চাইলেন যুবি। 

তবে তিনি আইপিএলে আর খেলতে চান না। ক্রিকেট থেকেও এখনই সরে দাঁড়াতে চান না। জীবনের আরো কিছু সময় ক্রিকেটের সাথে থেকে উপভোগ করতে চান।

ভারতীয় ক্রিকেট বোড বিসিসিআইয়ের কাছে যুবরাজ আবেদন করেছেন। যেখানে তিনি উল্লেখ করেন, তিনি টি-টোয়েন্টি খেলা চালিয়ে যেত চান। বিদেশের বেশ কয়েকটি লীগে যুবিকে নেওয়ার আগ্রহ জানিয়েছে কয়েকটি দল। তাই ফ্রিল্যান্স ক্রিকেটার হিসেবে খেলা চালিয়ে যেতে চান ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবি।

মন্তব্যসাতদিনের সেরা