kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির শঙ্কা

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৯ ১৭:২৩ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির শঙ্কা

এবারের বিশ্বকাপে খেলা শুরুর আগেই বৃষ্টির শঙ্কা থাকছে। উইন্ডিজদের তুলোধুনা করে হারানোর পর টিম টাইগার যখন অনেকটাই আত্মবিশ্বাসী, সেই মুহূর্তে পরের ম্যাচই অস্ট্রেলিয়ার সঙ্গে।

আর সেই ম্যাচকে ঘিরে থাকছে বৃষ্টির শঙ্কা। নটিংহ্যামে খেলাটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে টিম টাইগার নটিংহ্যামে পৌঁছেছে। এ বিশ্বকাপের অন্যতম ফেবারিটদের সঙ্গে সেখানেই খেলবে মাশরাফি বাহিনী।

তবে আবহাওয়ার পূর্বাভাস চাঙা বাংলাদেশকে কিছুটা চোখ রাঙাচ্ছে। আগে থেকেই বলা হচ্ছিল, খেলার আগের দু'দিন সেখানে বৃষ্টি হতে পারে। সেই শঙ্কা পুরোটাই মিলে গেছে।

বুধবার সকাল থেকেও আকাশ মেঘে ঢাকা। কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টির খবর পাওয়া গেছে। সে কারণে আগামীকালের ম্যাচেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস এড়িয়ে যাওয়া যাচ্ছে না।

হালকা বৃষ্টির শঙ্কা তো রয়েছেই। সেই সঙ্গে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বৃষ্টির শঙ্কা রয়েছে ৩১ শতাংশ। 

মন্তব্যসাতদিনের সেরা