kalerkantho

শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি               

মাঠ ভেজা থাকায় দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে টসে দেরি

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৯ ১৫:৩০ | পড়া যাবে ২ মিনিটেমাঠ ভেজা থাকায় দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে টসে দেরি

নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তবে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় টস করা সম্ভব হয়নি। বুধবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।

এবারের বিশ্বকাপে বিবর্ণ শুরুর পর আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ চারে ওঠার আশা বাঁচিয়ে রাখতে নিজেদের বাকি ম্যাচগুলোয় জয়ের বিকল্প নেই তাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটিকে তাই ‘কোয়ার্টার-ফাইনাল’ হিসেবে দেখছে দলটি। কেননা পাঁচ ম্যাচে তিন পয়েন্ট পাওয়া প্রোটিয়াদের জন্য বিশ্বকাপের লিগ পর্বের বাকি চারটি ম্যাচই বাঁচা-মরার লড়াই।

তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের বেশ ভালোভাবেই এগিয়ে রেখেছে নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ৩ জয় আর ১ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে কিউইরা।

নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন মুনরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ইশ সোধি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ইমরান তাহির, আন্দেইল ফেলুকাওয়ো, কাগিসো রাবাদা, ডোয়েন প্রিটোরিয়াস, ক্রিস মরিস, লুঙ্গি এনগিধি, ভ্যান ডার ডুসেন, বুরন হেন্ড্রিকস ও তাবরাইজ শামসি।

মন্তব্যসাতদিনের সেরা