kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

'যুবরাজের সঙ্গে নোংরা খেলা খেলেছেন ধোনি!'

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুন, ২০১৯ ১৬:০২ | পড়া যাবে ২ মিনিটে'যুবরাজের সঙ্গে নোংরা খেলা খেলেছেন ধোনি!'

ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং এবং মহেন্দ্র সিং ধোনি। কাছাকাছি সময়েই দুজনের অভিষেক হয়েছিল। সম্প্রতি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন যুবরাজ সিং; আর চলতি ওয়ানডে বিশ্বকাপই সম্ভবত ধোনির শেষ আন্তর্জাতিক মঞ্চ হতে যাচ্ছে। মজার ব্যাপার হলো, ধোনির সঙ্গে যুবরাজের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। এবার ধোনির বিপক্ষে গুরুতর অভিযোগ তুললেন যুবরাজের বাবা যোগরাজ সিং!

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যোগরাজ বলেন, 'এটা একটা নোংরা খেলা ছিল। যা গৌতম গম্ভীরের সঙ্গেও ঘটেছে, বীরেন্দর শেবাগের সঙ্গেও। তারা সবাই অসাধারণ খেলোয়াড় ছিল। যুবরাজের সঙ্গেও একই ঘটনা ঘটেছে। ভিভিএস লক্ষ্মণের সঙ্গেও হয়েছিল। আমি জানি, এটা কেন হয়েছে। সবকিছুর জন্য দায়ী শুধু একজন ব্যক্তি।'

যুবরাজের বাবা আরও বলেন, 'আমি তাদের মতো না, যারা কিছু না বলেই চুপচাপ সব মেনে নেবে। সব সময় সত্য বলব। আর আমি যখন সত্য বলব, কেউ আমার সামনে এসে দাঁড়ানোর সাহসও পাবে না। আমি তার সম্পর্কে এখন বলতে চাইছি না, কারণ আমি চাই না বিশ্বকাপের সময়ে আমার কথার জন্য দলে কোনো অস্বস্তির সৃষ্টি হোক।'

সাবেক বাঁহাতি অলরাউন্ডার যুবরাজ সিংয়ের ক্যারিয়ারে অনেক উত্থান-পতন রয়েছে। মাঝে ক্যান্সারের সঙ্গে লড়াই করে আবারও ক্রিকেটে ফিরেছেন। তবে যুবরাজের সঙ্গে নোংরা রাজনীতি করা সেই 'একজন' কে তা অবশ্য মুখে প্রকাশ করেননি যোগরাজ। তিনি বলেন, 'আমি তার নাম নিতে চাই না, তবে ১৫ বছর ধরে সে এমন নোংরা রাজনীতি করছে। সে ভারতের ক্রিকেটারদের জীবন কঠিন করে দিয়েছে। বিশ্বকাপ শেষ হলেই সব পরিষ্কার করব। সে এটা আজীবন মনে রাখবে।'

মন্তব্যসাতদিনের সেরা